- চিন্তা ভাবনা বৃদ্ধি করো
- জীবন হবেই ভালো,
- সৃষ্টির সেবা করো তবে
- জ্বলবে মনে আলো।
- ভালো চিন্তা ভাবনা গুলো
- মনের ভিতর রাখো,
- জনম জনম তুমি তবে
- আপন সুখে থাকো।
- প্রভুর সৃষ্টি প্রেম মোহনায়
- রাখো মনটা ভরে,
- সৃষ্টির সেবা করে তুমি
- চলো ভবের তরে।
- গভীর চিন্তা ভাবনার ফলটা
- হয় যে সবার সেরা,
- অন্য কিছু চেয়ে তবে
- শ্রম দিয়ে তা ঘেরা।
- এলোমেলো চিন্তা ভাবনায়
- যাই না কিছু করা,
- করতে গেলে সেজন তবে
- খাবেই খাবেই ধরা।
- রচনাকালঃ
- ০৫/০৭/২০২১
- ৪+৪/৪+২
২৮১জন
২২৫জন
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সৃষ্টির সেবা করে তুমি
চলো ভবের তরে। ভাল লাগলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
চমৎকার কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।