চিত্র কাব্য

মাসুদ চয়ন ১ জুলাই ২০১৯, সোমবার, ১১:৫৮:৩৩পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

(ভয়)
সাদা মেঘে নীলান্তিকার নীল ছেয়েছে হায়
সবুজ পাতার অন্ধকারে ঘোরের রাজ্য ধাই
এমন প্রহর আমার জন্য নিয়োগ দিলো কে
এমন প্রহর ভয় ধরালো আলোক সীমান্তে।

(দহন)
চারপাশে আগুনের মতো প্রজ্জ্বলিত আলো'
আমাকে ছুঁয়ে যায় সারাক্ষণ
সে আলোয় ভেসে চলেছি
যে আলো আমার নয়,তবুও পোঁড়ায়।

(ভোরের দেশ)
এমন ভোরের দেশে না গিয়েছে যে
এমন অনীল স্রোতে না ভেসেছে যে
সে পায়নাই স্নিগ্ধ পরশ
রুপোলী আলোয় জেগে থাকা বর্নীল আকাশ
ধোয়াশার মতো অস্পষ্ট তাল বৃক্ষ/

(বোধ)
একদিন আলোকিত বোধ হবো
কঁচি হাতের মাপকাঠি নিরুপন হউক সেই স্বপ্নের মতো
একদিন অন্ধকারের জঠরে আলোর সানাই আনবো
এমন হাসি মাখা মুখে গন্তব্য এঁকে যাই হাতে হাতে পায়ে পায়ে
একটু থেমেছি ক্ষতি কি
সময় না থামুক।

(নির্জনতা)
এ এক নিভৃত নির্জন প্রেক্ষাপট
আকাশের গহীনে অসংখ্য আকাশ
মৃদু আলোয় ঘনীভূত মায়াবী অন্ধকার
বিচরিত রংধনু আর্ট
অথৈ জল
অদৃশ্য অথচ শানিত ঝংকার
বহুদূর হতে পেয়েছি কাছে-স্পর্শে ধন্য।

(মুগ্ধ)
মুগ্ধতা কাকে বলে জানো_
তুমি জানোনা নিথর পায়ের খয়েরী আলোয় কি জেগেছে
নুপুরে নন্দিত শিহরন
মুগ্ধতা মানে ভালোবাসা
ছুঁয়ে দেখার কাঙ্ক্ষিত প্রয়াস
যে আলোয় আলতা রাঙা পায়ে ডেকেছো আমায় চেয়েছো আমায় মুগ্ধ হয়েছি তাতে।

(মা)
তোমার চোখে কিসের ছায়া মাগো
ওই ছায়াটা এমন শীতল কেনো
সকল গ্লাণি দূরের দেশে ধায়
তোমার চোখে চেয়ে।

(আদর)
তোমার অমন কোমল ঠোঁটে
আদর আলতো দিলাম মাগো
আমায় তুমি বাবা বলে ডেকো
বুকের জমিন তোমার জন্য রাখা
তোমার জন্য অসীম তারার ভাষায়
আশার সলতে জাগিয়ে রাখি মাগো।

(কবি গুরু)
কালো চোখ ঢেকে যাক অন্য কালোতে
ত্রৈত্ত্ব সাদার পাহার কালোর পেছনে
বাকিটা রঙিন অথবা বর্নবিহীন
আমি কবি গুরু রবীন্দ্র
তোমাদের জন্য লিখেছি সাদা কালো রঙিন ইতিহাস।

(রহস্য)
চারটি দেহের চারটি ছায়া
একটি দেহ অন্য
সেই দেহটি ছায়াহীন স্পন্দনহীন
তাই মৃত্যু দেহহীন প্রানহীন
এক অনাদি অনন্ত অদৃশ্য আবছায়া।তাহারে দেখা যায়না।

4 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress