চিঠি

আরজু মুক্তা ২৬ জুলাই ২০১৯, শুক্রবার, ০৯:৩২:৫৭অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

অনেকদিন পর ডাকপিওনের ডাকাডাকি
চিঠি এসেছে---------চিঠি!
ইমেইলের যুগে চিঠি!!

ঠিকানা পড়েই চিনলাম
তোমার হাতের লিখা;
আমি নিরেট স্পন্দনহীন
ভুলে গেলাম আমার ব্যস্ততা।

কালের সাক্ষী জমিদার বাড়ি
লোহার কপাট--স্মৃতিকে নাড়িয়ে দিলো।
ঐ দূরের মেঠোপথ রেললাইন
এখন হাটুরের চলার শব্দে প্রকম্পিত
বদলে যাওয়া স্মৃতিগুলো
কষ্ট নামক অপদার্থ!!

চশমার গ্লাস মোটা হয়েছে
পিয়ানোতে ধূলো জমেছে!!
সময়ের কাছে হেরে গেলেও
তোমাকে ভোলা কঠিন:
তোমার ভালো থাকাটাই
আমার পথচলার প্রেরণা!!

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ