চিঠি পর্ব -২

জাহাঙ্গীর আলম অপূর্ব ১০ মে ২০২১, সোমবার, ১০:১৮:২৪অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
  1. ওগো প্রেয়সী,
  2. দীর্ঘ প্রতীক্ষার পর আজ জানতে পারলাম,
  3. তুমি নাকি অন্যের ঘরের ঘরণী হয়েছ।
  4. তোমাকে এক পলক দেখবার মনে অভিলাষ হয়েছে,
  5. তোমায় তো পারব না দেখতে ,
  6. বুকে গিরি সমতুল ব্যাথা নিয়ে এই চিঠি খানা,
  7. আমি তোমাকে লিখছি, সত্যি তোমাকে লিখছি,
  8. প্রেয়সী, জানি তুমি আছ ভালো,
  9. তোমার সম্বন্ধে জানতে বড় অভিলাষ হয়।
  10. আমার সম্বন্ধে,তোমার জানতে অভিলাষ হয় না বুঝি।
  11. আমি কেমন আছি, কি করছি।
  12. ও তুমি তো আমার সম্বন্ধে জানবে কেন?
  13. আমার স্থান তো আজ অন্যের দখলে।
  14. তুমি কি আজও তাকে সাথে নিয়ে পার্কে যাও,
  15. এবং মিষ্টি হেসে কথা কও,
  16. একটু দেরিতে গেলে আজও কি তোমার মান অভিমান হয়,
  17. জানতে বড় অভিলাষ হয়,
  18. তবে আমার তো জানার কোনো অধিকার নেই।
  19. তবুও তা আমার জানতে বড় অভিলাষ হয়।
  20. রচনাকালঃ
  21. ২৮/০৪/২০২১
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ