
দু’টো সন্তান আর একটি স্বামীর
চৌকাঠ পেরিয়ে
আসে না তোমার চিঠি আসে না
অথচ আমি অপেক্ষায় থাকি
আজ কাল পরশু বছরের শেষ দিনটিও
তোমার জন্য কান্না করে সুখের শিশু
হাসে না তারা কভু হাসে না।
কি একটা ছিলো কি একটা নেই
তন্নতন্ন করে খুঁজি হৃদয় সিন্ধুক
আলমারি উঠোন সারা ঘর
তটস্থ চোখে গৃহিণী বলে হারিয়েছে কী বলো
আমি কী তোমার এতোটাই পর ?
কিন্তু আমি কী করে বলব
একুশ বছর ধুঁইনি যে শার্ট
লেগে আছে সেই গন্ধ যা তোমার ও চেনা।
এ-ই যে এখন বিষন্ন বেলা
বোকা মাছেরা করে যায় খেলা
আকাশেতে নোনা মেঘ আর ভাসে না
বহুদিন বহুবছর যায় চলে যায়
দু’টো সন্তান আর একটি স্বামীর
চৌকাঠ পেরিয়ে
আসে না তোমার চিঠি আসে না
দালান জাহান
১২.৬.২০
১৩টি মন্তব্য
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ লিখেছেন
হৃদয় সিন্ধুক তন্নতন্ন করেও খুঁজেও
পাওয়া যায় না ফেলে আসা অতীত স্মৃতি
দালান জাহান
ধন্যবাদ কবি ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
এ-ই যে এখন বিষন্ন বেলা
বোকা মাছেরা করে যায় খেলা
আকাশেতে নোনা মেঘ আর ভাসে না। অসাধারণ কথাগুলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল
দালান জাহান
ধন্যবাদ আপু কৃতজ্ঞতা
দালান জাহান
ধন্যবাদ কবি ভালো থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বিরহ বেদনার দারুণ প্রকাশ — কিন্তু আমি কী করে বলব
একুশ বছর ধুঁইনি যে শার্ট
লেগে আছে সেই গন্ধ যা তোমার ও চেনা।
শুভেচ্ছা রইল।
দালান জাহান
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
দালান জাহান
কৃতজ্ঞতা দাদা
ফয়জুল মহী
দারুণ লেখা । ভালো থাকুন।
দালান জাহান
কৃতজ্ঞতা প্রিয়জন
প্রদীপ চক্রবর্তী
একদিন আসবে চিঠি।
অপেক্ষায় প্রতিয়মান হতে হবে দাদা।
দারুণ লাগলো।
সঞ্জয় মালাকার
কি একটা ছিলো কি একটা নেই
তন্নতন্ন করে খুঁজি হৃদয় সিন্ধুক।
চমৎকার লেখা দাদা,
অতীত স্মৃতি গুলো আর খুঁজে ফিরে আসেনা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
realabdullah
খুব সুন্দর কবি