চিচিং ফাঁক

ছাইরাছ হেলাল ১২ অক্টোবর ২০২০, সোমবার, ০৬:১৬:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

ফাঁদহীন/ফাঁকহীন খাদের-কিনারায় বসে ভাবি
নিশ্চয়-ই কোথাও-না কোথাও ফাঁদ পাতা আছে,
এ-এক অদ্ভুত বিপন্ন বিষণ্ণ;

জরুরী উদ্বেগ নিয়ে মিছামিছি কষ্টের উপশম খুঁজি,
প্রণয় প্রচেষ্টা ছাড়াই;
দীর্ঘজীবী মিথ্যে-দীর্ঘশ্বাসের হাহাকার স্মৃতিতে
ভালোবাসার জল-চূর্ণ ঢালি, মন্দ লাগে না,
কষ্ট-কল্পনার লালনে-পালনে।

শুধু একটাই ভয়!!
হঠাৎ না কেউ চিচিং ফাঁক বলে চিক্কুর দিয়ে
কঠিন সত্যের ফাঁদে ঠেলে ফেলে না-দেয়;

যদিও আমি চল্লিশ-চোরের কেউ নই,
অন্ধকার জাপটে ধরে!!

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ