চায় কি হতে! (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ০৬:৫০:১৬পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর,
চায় কি মা সে ক্ষণিক সুখের রাজা হতে!
বরং পারে এক নিমেষেই ভুলতে পাজর,
পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর।
জীবন যদি হয় যদি মা দুখের সাগর,
তবু তো সে থাকবে খুশি প্রখর স্রোতে!
পায় যদি কেউ চরণ দু’টি তুষ্টিতে তোর,
চায় কি মা সে ক্ষণিক সুখের রাজা হতে!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

৬০১জন ৪৩১জন
16 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ