চাহিদা

খাদিজাতুল কুবরা ২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ১০:৪৮:৩৩অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

আমরা মানুষ বলেই আমাদের অনন্ত ক্ষুধা,
আমাদেরকে টেনে নামায় নিঃসীম শূণ্যতায়...
হাহাকারের অনির্বাণ জ্বেলে ছুঁড়ে দেয় কুণ্ডলী শিখায়..
আমরাও নির্বোধের মতো জ্বলে অঙ্গার হই অহর্নিশ।

সব পেয়ে ও হারানোর ভয়ে কুঁকড়ে যাই।
অতৃপ্ত আঁজলার ফাঁকে প্রাপ্তির ফোয়ারা গলিয়ে যায়,
না পাওয়ার নামতা গুনতে গুনতে প্রাপ্তি যা ছিলো সময়ের ধূলিকণায় সমস্ত ফিকে হয়।

মানুষ বলেই অতীতের দর্পণে যৌবনের সৌর্য খুঁজে বেড়াই।
দর্পণতো শুধু শুধরে দেওয়ার কৌশল শেখায়।
ঝুলে যাওয়া চামড়া টানটান করার ব্যর্থ প্রয়াস- বড়জোর প্রসাধণের হরদম বিক্রি বাড়ায়।

মনের সতেজতা শুধু সৎকর্মের ভারে চিরতরুণ রয়।
শরীরের বয়স মনের বয়সকে ছুঁই ছুঁই করে বলেই আমরা হেরে যাই যুগপৎ পরিক্রমায়।
ভালো কাজের ঝুলিটার ভার মরে অমর হওয়ার আয়ুর্বেদ ঔষধ বানায়।

আমরা ভুলে যাই নিজ দায়িত্ব,প্রাণীকুলের শ্রেষ্ঠত্ব!
তাই বেহিসেবী আহারে পাকস্থলী ক্লান্ত।
ধমনীর প্রতিটি নালী যখন অপ্রয়োজনীয় চর্বিতে সয়লাব,
তখন দুঃস্বপ্নই থেকে যায় আমাদের চিরসবুজ দীর্ঘায়ু লাভ ।
প্রকৃতির আনাচকানাচ আমাদের পদচারণায় মুখর,
মানতে পারিনা বন্যেরা বনে সুন্দর ।
তাদের সীমানায় ও আমারা অস্থায়ী তাবু খাটাই।
একবার ও ভাবিনা ওরা কতোটা শংকিত হয়!

আমরা মানুষ বলেই আমাদের চাহিদার অন্ত নেই।
আমাদের চিত্তের হর্ষণ, রসনার তৃপ্তি লোভের কাছে বরাবরই হেরে যায়।

 

০৬/০৯/২০২০ইং

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ