ভাগ্যের পরিবর্তন ঘটে নি তার,তবুও শান্তিতেই আছে চান মিয়া।
সুখেরও লাগিয়া ভাগ্যের পরিবর্তন চায় মর্জিনা।
পদ্য পাড়ার শান্তির ঝর্না ছাড়িয়া,
গদ্য পাড়ার সুখের সাগরে ভাসিয়া—-
ডুবিবার চায় মর্জিনা।

গদ্য পদ্যের জীবন বেদীতে ভাগ্য করিয়া যায় খেলা। সুখেরও আশায় শান্তি(মর্জিনা) তাই, ছাড়িয়া যায় কারো(চানমিয়ার) ডেরা।
পদ্যে শান্তি, গদ্যে সুখ,——-
পদ্য গদ্যের সুখশান্তিতেই ভাসছে মানবকুল।

মর্জিনা আজ ফিরে পেতে চায় হারানো সেই সুখ,
চান মিয়ার স্পর্শে গতরে গতরে পরতে পরতে বেজে উঠতো—–যেই কবিতার সুর।

কেহো হারিয়ে পায় কুল,
কেহো পাইয়া করে ভুল—-হারায় শেষে কুল।

তবে কি সবই পুর্ব নির্ধারিত,
বিধাতারই সাজানো এক চিত্রনাট্য!!!
না কি পুরুষ রচিত কোনো ভুলে ভরা নোনা কাব্য!!!

 

১৭২জন ১০৫জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ