চাওয়া — পাওয়া ৭

উর্বশী ২৯ আগস্ট ২০২০, শনিবার, ০৩:২৫:৫৬অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

চাওয়া -- পাওয়া -- ৭

কোজাগরী পূর্নিমার মত স্বপ্নের অলিন্দে নেমে আসো,
তোমার আভা ও সৌন্দর্য আমায় সুখ স্বপ্নের আবেশে জড়িয়ে রাখো।
সুর লহরী বেজে ওঠে ঝংকারে, তুমি ভেসে ওঠ দু'চোখের তারায়।
তোমার সুরভি পাই,অনুভব করি স্পর্শ, দু'চোখের মমতায়।
স্থির নক্ষত্রের মত চেয়ে থাকো স্পন্দনহীন নয়নে,
আমিও চেয়ে থাকি, বুকের মাঝে জাগ্রত হয়  মহাকালের তৃষ্ণা  ।
অনুভূতির শিরায় শিরায়, পলকে পলকে বোধশক্তি জাগিয়ে তোলে ভৈরবী চেতনা।
মনের সুগভীর থেকে দৃষ্টি নন্দিত ভেসে ওঠে, মূহুর্তের দৃশ্য -- অদৃশ্যের সুন্দরে।
উৎকন্ঠা আর অস্থিরতায় সময় চলে যায়,
চারিদিকের ভূবনে খুঁজি তোমায়।
প্রসন্ন দৃষ্টির মায়া  বিলিয়ে  যাও ভাবনায়,
স্মৃতির অবগাহনে বিষাদের ছায়া ঘিরে থাকে অযাচিত বেদনায়।
তবুও সবুজ ঘাসের লুটোপুটি খাওয়া মনোরম স্বপ্ন দেখি,
বাকিটা সময় অতিবাহিত করে দিতে চাই, প্রশান্তি খুঁজে পাওয়ার সুখপাখি।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ