কামাল উদ্দিন ভাইয়া,
বিনম্র শ্রদ্ধা। আপনার চিন্তা ধারা সঠিক,এবং বলেছেন তাই। হাতে সময় কম ছিল এখানে আমার প্রথম লেখাটি তখন একদম রেডি ছিল। এত গুনীজনের মাঝে এই লেখাটিকেই মনে হয়েছে সঠিক তাই দিলাম।ভেবেছিলাম এই সিরিজের লেখা আর দিব না। সম্ভবত দু’ তিন জন আগের নম্বরে কি লেখা আছে, তা জানতে চাওয়ার কারণেই ৫, ৪, ৩ লেখাগুলো দেয়া।
আগামীতে আপনার উপদেশ স্মরণে রাখবো ইন শা আল্লাহ। ভাল থাকুন,ধন্যবাদ সহ শুভ কামনা।
এবং কৃতজ্ঞতা।
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
চাওয়া গুলো পাওয়া হবে এই আশা নিয়ে অপেক্ষার কথা ভালোই লেখায় নিয়ে এসেছেন।
তবে আর একটু মন দিন লেখায়।
উর্বশী
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উপদেশ ভাল লেগেছে। পালন করার আপ্রান চেষ্টা থাকবে। সব সময় এভাবেই পাশে থাকবেন গুনীজন। ভাল থাকুন, শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
চাওয়া পাওয়ার ডালি নিয়ে এসেছেন কবিতায়! মাঝি তাড়াতাড়ি নৌকা ভিড়াও। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । ডালি টা আপাতত বন্ধ রাখবো ভাবছি। অন্য লেখা নিয়ে আসবো। এভাবেই পাশে পাবো। খুব ভাল থাকুন, শুভ কামনা।
নিতাই বাবু
নাহ্, এখন আর চাওয়া-পাওয়ার বেলা নেই। বেলা শেষের পালা। তবে কবি চাওয়া পূরণ হোক, এটাই আমার কামনা বাসনা।
কবির জন্য শুভকামনা থাকলো।
উর্বশী
নিতাই বাবু দাদা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । বেলা শেষে তো নীড়ে ফিরতে হবে।আপনার জন্য শুভ কামনা।
ফয়জুল মহী
অপার মুগ্ধতা রেখে গেলাম কবি।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরান শুভ কামনা। খুব ভাল থেকো অফুরান শুভ কামনা।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অরুরান শুভ কামন। দীর্ঘ জীবি হও, শুভ কামনা।
কামাল উদ্দিন
এটুকু পড়ে পদ্মা নদীর কুবের মাঝির কথাটাই যেন মনে পড়ে গেল। আপনি উল্টো সিরিয়ালে লেখছেন কেন আপু? এটাকি কোন ধাঁধাঁ? শুভ কামনা জানিয়ে গেলাম।
উর্বশী
কামাল উদ্দিন ভাইয়া,
বিনম্র শ্রদ্ধা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । ঠিক বুঝলাম না, বিশদভাবে বুঝানোর জন্য বিনীত আহবান করছি। যদি সময় সুযোগ হয়।দীর্ঘ জীবি হন। অফুরান শুভ কামনা।
কামাল উদ্দিন
শুরু করলেন চাওয়া পাওয়া ৫ দিয়ে তারপর ৪ তারপর ৩ এলো, পরে হয়তো ২ এবং ১। অথচ হওয়া উচিৎ ছিল ১।২।৩ এভাবে। এটাই আমি বলতে চেয়েছি আপু।
উর্বশী
কামাল উদ্দিন ভাইয়া,
বিনম্র শ্রদ্ধা। আপনার চিন্তা ধারা সঠিক,এবং বলেছেন তাই। হাতে সময় কম ছিল এখানে আমার প্রথম লেখাটি তখন একদম রেডি ছিল। এত গুনীজনের মাঝে এই লেখাটিকেই মনে হয়েছে সঠিক তাই দিলাম।ভেবেছিলাম এই সিরিজের লেখা আর দিব না। সম্ভবত দু’ তিন জন আগের নম্বরে কি লেখা আছে, তা জানতে চাওয়ার কারণেই ৫, ৪, ৩ লেখাগুলো দেয়া।
আগামীতে আপনার উপদেশ স্মরণে রাখবো ইন শা আল্লাহ। ভাল থাকুন,ধন্যবাদ সহ শুভ কামনা।
এবং কৃতজ্ঞতা।
আলমগীর সরকার লিটন
অন্তমিল দিয়ে পড়লে কবিতার কোন ভাবনা পায় না
বিষয়বস্তু ঠিক থাকে না——–অনেক শুভেচ্ছা রইল কবি আপু
উর্বশী
আলমগীর সরকার লিটন,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরও বুঝিয়ে বলবেন আশা করি খুশিই হবো। অফুরান শুভ কামনা। দীর্ঘ জীবি হন।
তৌহিদ
শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ,
আমায় এনে দিবে তো??…..
অসাধারণ লেখা আপু। ভালো থাকুন সবসময়।
উর্বশী
তৌহিদ ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরান শুভ কামনা। দীর্ঘ জীবি হন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবির সুন্দর আকাঙ্ক্ষা পূরণ হোক — অধীর প্রতীক্ষায় তোমার সংগ পাবো,
বকুল মালা নেই আজ শুকানোর ভয়।
শুভ কামনা রইলো।
উর্বশী
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ভাইয়,
বিনম্র শ্রদ্ধা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরান শুভ কামনা।দীর্ঘ জীবি হন।