চাওয়া পাওয়া –৩

উর্বশী ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৯:৪৯:০৯অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

  • উজানে বেয়ে নিয়ে যাবে তোমার ঘাটে,
  • তোমার ডিঙি ভিরাও আমার এই  হাটে।
  • ও মাঝি বলো নিয়ে যাবে তোমার সাথে?
  • খড়ে ছাওয়া একটি  কুঁড়েঘর  পাড়ে বাঁধবো,
  • সোনালী রোদ দিনের বেলায় একসাথে  মাখবো।
  • জোস্নার আলো দখিণা জানালায়,
  • ভাসবো দুজনে একে অপরের ইশারায়।
  • প্রভাতের আলোয় ফিরে দেখবো,
  • এক জোড়া বিশুদ্ধ  প্রেমিক প্রেমিকা।
  • শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ,
  • আমায়  এনে দিবে তো??
  • ধবধবে সাদা বেলীফুলের মালা খোঁপায় পরাবে তো?
  • রঙধনুর রঙে পায়ে আলতা পরাবে তো?
  • তাহলে খুব  খুব  খুবই ভালোবাসবো।
  • হিমেল বাতাস তোমার বুকে ঢলে পড়ে রোজ,
  • নাইবা রাখলে আমার গালে তোমার ঠোঁট।
  • ফোঁটা ফোঁটা শিশির আমার আঁচলে গড়িয়ে পরে,
  • নাইবা রাখা হলো হাতে হাত,।
  • একদিন তুমি  আসবে নিশুতি  রাতে,
  • হয়তো আমি তখন নিবিড় ঘুমে আচ্ছন্ন,
  • ঠোঁটে লেগে থাকবে টকটকে  লাল রঙ,।
  •  তোমার আলতো ছোঁয়ার চুমুগুলি,
  • সারা ঘরময়  রেখে চুপিসারে  ফিরে যাবে।
  • আধভেজা বাতাসে তোমার ঠোঁটের  ঘ্রান ভাসে,
  • তুমি কি ভালোবাসতেই এসেছিলে?
  • প্রিয় তোমার তরে কবেই পাঠিয়েছি বকুলের মালা,
  • অন্য কিছু ভেবে  নয়।
  • অধীর প্রতীক্ষায় তোমার সংগ পাবো,
  • বকুল মালা নেই আজ শুকানোর ভয়।
৭৮৪জন ৬৭৭জন
6 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ