“চাই না”

ইয়াসির রাফা ২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার, ০২:০৮:৫৯পূর্বাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

প্রেমিকার চুম্বন চাই না।
চাই এক কাপ ধোয়া উঠা চা।
চুম্বন পেলে আবার পেতে ইচ্ছে হবে,
একবার পেলে বারবার পেতে ইচ্ছে হবে।

প্রেমিকার স্পর্শ চাই না।
চাই অবিরত বৃষ্টি,
জোড়া শালিকের অনুভব করা দৃষ্টি
আর কচুপাতার ঝড়া 'প্রকৃতির সৃষ্টি।

আমার বুকে তোমার নিশ্বাস চাই না।
চাই ছাতিফাটা রোদ,
পায়ে পিচগলা লেগে হোক বোধ
নেই বাধা,নেই আজ অবরোধ।

শুধু চাই শ্রাবণের শেষ বৃষ্টির রাত
চাই শুধু তোমার ও দু'চোখ
তাই আজ করবো না,
কোন অতৃপ্ত অনুরোধ।
২১.০৬.১৬
-ইয়াসির রাফা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress