
চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
ডাকতে গেলে হোঁচট লাগে
ব্যথায় বুকের কাঁপন জাগে,
যাচলে তবু বাদল ধারা
শীত সেধে দেয় ব্যাপক সাড়া,
বিজলী বিলায় রামধনুতে হাসি!
চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
খুঁজতে গেলে হিয়ার মাঝে
কাউয়া ডাকে ব্যাকুল সাঁঝে,
স্মৃতির ধারে গড়লে বেলা
শোল ধেয়ে খায় ট্যাংরা চেলা,
ভেক হতে চায় শিউলি তলার মাসী!
চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় এক ভাবনা কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মোঃ মজিবর রহমান
চাইলেই সব যদি পাই তাইলে সমস্যা নাহি থাকবে?
দারুন ছন্দে কাব্যভাব। বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রেরণা পেলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
চাইলেই যদি যেত পাওয়া, কেন এতো পরিশ্রমের খেলা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিম নজরুল
চমৎকার ছন্দে ও শব্দশৈলীতে সাজানো কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!