চাঁদ আছে বলে

আজাদ রহমান ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১১:২০:১০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

চাঁদ আছে বলে রাত এতো সুন্দর

নদী আছে বলে বেঁচে আছেে সাগর,
তুমি ছাড়া জীবনটা শুধু যে আধাঁর
শুধু যে আধাঁর।

ফাগুনের ছোঁয়া যখন লাগে বনে বনে
ফোঁটে ফুল পাখীদের গুঞ্জনে,
মুগ্ধ করে মন ভোমরার গানে গানে।

মিটি মিটি তারা গুলো নিভে আর জলে
হারানো সব সৃতি হৃদয়ে দোলে।

বেদনার ব্যথা বুকে নিয়ে ঘুরছে কত মানুষ
নেই কোন ভাবনা,
জীবনের শেষ কোথায় নেই কারো জানা।

মন আছে বলে প্রেম লাগেযে মধুর প্রেম ছাড়া
জীবনটা বেদনায় বিভোর।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ