চাঁদের জ্যোৎস্না

ছাইরাছ হেলাল ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ০২:৫৫:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

ঝাঁপিয়ে পড়া বসন্ত কীভাবে আসবে
করোনার আঁচল ডিঙ্গিয়ে,
ভাগ্যিস ওলাওঠায় আক্রান্ত নয় সে, কোকিল ডাকা চৈত্রে;

মনোরম দেহ-ঢেউ তুলে বনে বাদারে আড়ালে-আবডালে
বাজারে মাঠে-ঘাটে প্রাক-সন্ধ্যায় দেখে/দেখিয়ে বেড়ানো
কী করে হবে, করোনার গভীর ঢেউ এই তাপ-দাহের ঘোর চৈত্রে!!
আহা বসন্ত! কচু খাও, এবারের গোমড়া মুখে।

জিপসি মন কড়া নাড়ে, সংলগ্ন অ-সংলগ্ন বন্ধ দরজায়,
বন্ধন ভেঙ্গে আলো-গ্রহের পথে ডেকে, পথের কথা বলে,
নিরঙ্কুশ সত্ত্বার কথা বলে, অনুসরণের পরিচ্ছন্ন অস্তিত্বের
সৈকতে, মহত্বের বালিয়াড়িতে।

অন্তঃসার শূন্যতায় খাঁচায় আঁটকে শীতল একাকীত্বে
বিস্মৃত হতে হতে, অ-ব্যাখ্যাত হৃদয়-উপলব্ধির
নিঃশ্বাস প্রশ্বাসের অন্তরালে, পরিস্নাত হাওয়ায় হেলে-দুলে,
আগামীর এক করোনা-হীন চাঁদ-উজ্জ্বল-জ্যোৎস্নার
স্বপ্ন দেখি, এ বিদায়-বসন্তে।

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ