চশমাওলা শয়তানের মহান বাণী-৩২:

সেদিন আমি মাতাল ছিলাম, বুঝতে পারিনি তুমি কতটা স্নিগ্ধ... কতটা বুক পোড়াতে পারো

 

চশমাওলা শয়তানের মহান বাণী-৩৩:
মন তোমাকে চেয়েছিল প্রেমে, শরীর তোমাকে চেয়েছিল আলিঙ্গনে... কামটাকে মন ভেবে, পরের টানে সাড়া দিলে

 

চশমাওলা শয়তানের মহান বাণী-৩৪:

জ্বি... কবি! যে গোপনে চুমু খায়, যাতায়াত করে... তারপর দীর্ঘশ্বাস ফেলে অভিশাপ টেনে বুক ভরে

 

চশমাওলা শয়তানের মহান বাণী-৩৫:

মদ কিংবা যৌনতা শিল্পের কতটা উন্নয়ন করে জানি না, তবে ইন্দ্রানী হালদারের প্রতি আমার বুক পোড়া গল্পটা বহুদিনের

 

চশমাওলা শয়তানের মহান বাণী-৩৬:

প্রতিটা সত্য, সত্যের মতো সুন্দর হয় না। আমার সত্য যেমন তোমাতে সুন্দর নয়

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ