চল জীবন কিংবা মৃত্যু কুড়াই

হালিম নজরুল ১ জুলাই ২০২০, বুধবার, ০৯:৩২:০৩পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

ছোটবেলায় আম কুড়াবার সময়---
কুড়িয়েছিলাম কিছু স্বপ্নবৈভব।
কুড়িয়েছিলাম মালোপাড়া, কিশোরীর সংসার,
কিংবা চৌধুরীকন্যার মনহরণী হাসি।

বিদ্যালয়ে জ্ঞান কুড়ানোর ছলে---
কুড়িয়েছি মালোতীর প্রেম, নুপুরের ঘ্রাণ।
কলেজ ক্যাম্পাসের সে কি অর্বাচীন নেশা!
অষ্টাদশীর হাসির আঁড়ালে কিনেছিলাম একবুক দুঃখ।
বিশ্ববিদ্যালয়ে জোস্নাছোঁয়া দূরত্বে আমার বসবাস।

প্রতিটি পরীক্ষার ফাঁকে ফাঁকে---
কুড়িয়েছিলাম কত শত স্বপ্নপ্রাসাদ!
কবে যে হাওয়ায় মিলিয়েছে সেসব!
এখন আর খুব বেশী মনে পড়ে না।

এই অবেলায় তোমার কাছে এসে-------
আমি আর কোন স্মৃতি কুড়োতে চায় না।
চলো জীবনফুল,
এবার একটা জীবন ফোটাই,
কিংবা জীবন খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই---
অনাকাঙ্ক্ষিত এক মৃত্যুর দুয়ারে।
চলো প্রিয়তমা, আমরা আরেকবার ----
সত্যিকারের জীবন কিংবা মৃত্যু কুড়াই।

****------------------------------------****

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ