ছোটবেলায় আম কুড়াবার সময়—
কুড়িয়েছিলাম কিছু স্বপ্নবৈভব।
কুড়িয়েছিলাম মালোপাড়া, কিশোরীর সংসার,
কিংবা চৌধুরীকন্যার মনহরণী হাসি।
বিদ্যালয়ে জ্ঞান কুড়ানোর ছলে—
কুড়িয়েছি মালোতীর প্রেম, নুপুরের ঘ্রাণ।
কলেজ ক্যাম্পাসের সে কি অর্বাচীন নেশা!
অষ্টাদশীর হাসির আঁড়ালে কিনেছিলাম একবুক দুঃখ।
বিশ্ববিদ্যালয়ে জোস্নাছোঁয়া দূরত্বে আমার বসবাস।
প্রতিটি পরীক্ষার ফাঁকে ফাঁকে—
কুড়িয়েছিলাম কত শত স্বপ্নপ্রাসাদ!
কবে যে হাওয়ায় মিলিয়েছে সেসব!
এখন আর খুব বেশী মনে পড়ে না।
এই অবেলায় তোমার কাছে এসে——-
আমি আর কোন স্মৃতি কুড়োতে চায় না।
চলো জীবনফুল,
এবার একটা জীবন ফোটাই,
কিংবা জীবন খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই—
অনাকাঙ্ক্ষিত এক মৃত্যুর দুয়ারে।
চলো প্রিয়তমা, আমরা আরেকবার —-
সত্যিকারের জীবন কিংবা মৃত্যু কুড়াই।
****————————————****
৩০টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
‘চলো জীবন ফুল,
এবার একটা জীবন ফোটাই ‘
বেশ লাগলো।
হালিম নজরুল
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ছাইরাছ হেলাল
প্রিয়তমার কাছে কঠিন-সুন্দরতম প্রস্তাব-প্রত্যাশা ,
জীবনের প্রতিটি পরত ছুঁয়ে ছুঁয়ে কত কিছুই না দেখে দেখে ফেলে আসা।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় কবি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ এবং চমৎকার লেখা। জয় হোক ভালবাসার — চলো প্রিয়তমা, আমরা আরেকবার —-
সত্যিকারের জীবন কিংবা মৃত্যু কুড়াই।
শুভ কামনা রইল ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
আহা! প্রিয়তমের হতে হাত রেখে
মৃত্যুর দুয়ারে যেতেও আমার আপত্তি নেই
অঞ্চল ভরে মৃত্যু কুড়াতেও নেই কোনো ভয় সংশয়
দারুণ লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
ঠিক তাই।
ইঞ্জা
প্রতিটি পরীক্ষার ফাঁকে ফাঁকে—
কুড়িয়েছিলাম কত শত স্বপ্নপ্রাসাদ!
কবে যে হাওয়ায় মিলিয়েছে সেসব!
এখন আর খুব বেশী মনে পড়ে না।
সুন্দর ভাবনার প্রকাশ, খুব ভালো লাগলো ভাই।
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
সুনিপুণ উপস্থাপন , ভীষণ ভালো লাগলো ।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
বাপরে বাপ এতো এতো প্রেয়সী, ভালোলাগা জীবনের প্রতি বাঁকে বাঁকে ! শেষপর্যন্ত একজন ই থাকে বা থাকলো যার কাছে নতুন জীবন ফোটানো হয় আর আমৃত্যু পাশে থাকা হয়। মৃত্যু খুঁজতে হয়না জীবন নিজেই পৌঁছে দেয় মৃত্যুর দুয়ারে। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো
হালিম নজরুল
আপনার জন্যও শুভকামনা অফুরান
সুপায়ন বড়ুয়া
চলো প্রিয়তম, আমরা আরেকবার —-
সত্যিকারের জীবন গড়ি
মানুষ বাঁচাই বার বার।
একটু সান্তনা খুঁজলাম বন্ধু।
শুভ কামনা।
হালিম নজরুল
হা হা হা
ভাল থাকুন দাদা।
নিতাই বাবু
হ্যাঁ, কবি দাদা। জীবনভর যা কুড়িয়েছি, কিছু পেয়েছি, কিছু আবার বৃথাও হয়েছে। তবে এখন আমাদের কারোর মৃত্যুকেই কুড়াতে হবে। যেটি এই জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে মেশা।
আপনার লেখা সব কবিতাই আমাকে মুগ্ধ করে, শ্রদ্ধেয় কবি দাদা।
শুভকামনা কামনা থাকলো।
হালিম নজরুল
আপনার মত মানুষদের প্রেরণা পাই বলেই হয়তো দুই এক অক্ষর লিখতে পারি দাদা। ভাল থাকুন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
বরাবরের মতো ভালো লাগলো দাদা।
হালিম নজরুল
অন্তহীন শুভকামনা দাদা।
আতকিয়া ফাইরুজ রিসা
কবিতাটি পড়ার সময় মনের মাঝে এক প্রকার আলোড়ন সৃষ্টি হলো ৷ অনেক কিছুই কুড়াতে মন চাচ্ছে এখন। সুন্দর লেখনী।
হালিম নজরুল
লেখাটি মনে হচ্ছে সার্থকতা পেল। ধন্যবাদ।
আরজু মুক্তা
দুটা কিভাবে কুড়াবেন? একটাকে বেছে নিতে হবে।
হালিম নজরুল
একটাই তো কুড়াতে চেয়েছি।
আলমগীর সরকার লিটন
সবমিলে লেখেছেন কবি দা
অনেক শুভেচ্ছা রইল————-
হালিম নজরুল
শুভেচ্ছা রইল।
জিসান শা ইকরাম
এই অবেলায়ও স্মৃতি নিয়েই যেতে হয় আসলে, স্মৃতি না থাকলে সে তো নতুন মানুষ,
নতুন পরিচয়ে 🙂
ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
হালিম নজরুল
শ্রদ্ধা, ভালবাসা ও শুভকামনা রইল ভাই।
দালান জাহান
জীবন ফুটানোই জীবনের সবচেয়ে বড়ো কাজ। এ-ই অনুধাবন সবাইকরে তাড়িত করুক। খুব সুন্দর কবিতা লিখেছেন হালিম নজরুল ভাই।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ভাই।