চলো না হারিয়ে যাই

সুরাইয়া পারভীন ৬ জানুয়ারি ২০২০, সোমবার, ০৩:২৭:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

সমুদ্র তুমি যেদিন এসেছিলে;
আমার রঙহীন পৃথিবীটা হয়েছিলো রঙিন।
আমার প্রিয় বাগানে ফুটেছিলো অজস্র ফুল,
ফুলে ফুলে ঘুরে ছিলো অসংখ্য ভ্রমর।
শুষ্ক তপ্ত হৃদয়ে এসেছিলো শান্তির ধারা।
আমার নির্ঘুম চোখে এসেছিলো গভীর ঘুম।
আমার মেঘলা আকাশে উঠেছিলো রোদ।
বন্দি পাখি মুক্ত আকাশে উড়েছিলো ডানা মেলে।
মনে হয়েছিলো সুখ অতি সহজ সরল!

সমুদ্র, এই সমুদ্র দেখো না;
তোমাকে ছাড়া আজ আমি কতো অসহায়?
আমায় একা ফেলে যেয়ো না কোথাও!
ওহ্ সমুদ্র, সমুদ্র আমার হাত দুটি ধরো,
এই সমুদ্র জড়িয়ে নাও না আমায়,
হৃদয়ে দাও না একটু জায়গা।
এই সমুদ্র বলো না ভালোবাসি।
চলো না হাতে হাত রেখে,
চাঁদ আর আধারের সঙ্গম দেখি।
চলো না হারিয়ে যাই দুজন দুজনাতে চিরতরে।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ