চলো ঈশ্বরের ঘুম ভাঙ্গাই

অনন্য অর্ণব ৩১ আগস্ট ২০২১, মঙ্গলবার, ০৩:৫৪:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

আমাজানের দক্ষিণ বাহু ছুঁয়ে দারিদ্রের যে রেখাটা চলে গেছে

ইউরোপের সুউচ্চ সুরক্ষা দেয়াল পর্যন্ত

তার সূত্রপাত যেন কোথায় হয়েছিলো ?

প্রাচ্যের কঙ্কালসার মানুষের প্রতিচ্ছবি এঁকে

ওরা ভুলুণ্ঠিত করেছে দক্ষিণ-পূর্বের যাবতীয় রত্নাধার

এখানে দারিদ্র্যতাকে বলা হয় অভুক্তের অর্ণামেন্ট 

উনিশ শতকের মাঝামাঝিতে আমরা জ্বলতে দেখেছি 

মহাভারতের আনাচে কানাচে অসংখ্য প্রোজ্জল নক্ষত্র, 

নেতাজী সুভাষ বসুর অখন্ড বাঙলায় আমরা‌ পেয়েছিলাম

মাওলানা ভাসানীকে, পেয়েছিলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ।

পশ্চিমা সাম্রাজ্যবাদের করাল থাবায় সেও চুর্মাচার - 

ওরা শিখিয়ে দেয় পুঁজিবাদের মূলমন্ত্র, আমরা লুফে নেই -

ক্ষমতার মসনদ আর স্বৈরাচারী ঈশ্বর নির্জীব পড়ে থাকে 

পুঁজিবাদের পদতলে, এখানে ঈশ্বর বিকায় ছড়া মূল্যে

তারপর বিভোর ঘুম- মানুষ মানুষকে চিবিয়ে খায় 

অথচ ঈশ্বর সে নির্বিকার ।

নিপীড়িত জনস্রোত এখনো দিগ্বিদিক ছুটে যায় - খুঁজে ফিরে কোথায় সেই কান্ডারী,

উদ্ধত বুলেটের সামনে দাঁড়িয়ে যে সন্তানের কথা বলে

ঈশ্বর তাকেও কেড়ে নেয়, তারপর নির্বিকার ঘুম 

নিপীড়িত সব মজলুম আজ একসাথে চলো - 

চলো ঈশ্বরের ঘুম ভাঙ্গাই ।।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ