এর পরে হয়ত দেখা যাবে মন খারাপ , স্বামী স্ত্রীর অমিল যে সমস্যা হোক না কেন সমাধান একটাই ধরে ধরে ব্লগার জবাই দিন । । মন ও ভাল থাকবে সাথে সমস্যার সমাধান + অশেষ নেকি হাসিল । আপনার জন্য রয়েছে জান্নাতের ৭২ টা হুর কচি কচি গেলমান । বিনা খরচে এ সুযোগ হারাবেন না । সমস্যা নেই বাংলার আবা* জনগণ সরকার সবাই আপনাই পক্ষে । কোন সমস্যা নেই !!!!
বাংলাদেশ থেকে মুক্তমনা বইমেলা পহেলা বৈশাখ এসবের কোন প্রয়োজন নেই । বরং প্রয়োজন আরও হাজার খানেক জঙ্গী তৈরির কারখানার !
আমি স্বপ্ন দেখি আজ সেই বাংলাদেশের যেখানে পাকিস্তানের মত প্রতিদিন জঙ্গী হামলায় মানুষ মরবে । । পুরো দেশটা হবে সন্ত্রাসের অভয়ারণ্য । সেখানে আমার ধর্ম প্রাণ বন্ধু চিৎকার করতে করতে গলায় রক্ত উঠে মারা যাবে এটা সহি ইসলাম নয় , এটা সহি ইসলাম নয় । কেউ কারও কথা শুনবে না ,সবার প্রাণে তখন রক্তের পিপাসা ! রক্ত চাই আরও রক্ত ! আর কত হলে তাঁদের তৃষ্ণা মিটবে ????
আমি দেখতে পারছি বাংলাদেশে পতাকা নয়
ধর্ষিতা বোনের কাপড় উড়ছে
আমার মুক্তিযোদ্ধা ভাইয়ের রক্তিম জামা উড়ছে
ওদের বিদেহী আত্মারা বারবার বলছে
আমরা কখনোই তোমাদের ক্ষমা করব না , কোনদিন ই নয় । ।
Thumbnails managed by ThumbPress
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
কাজী নজরুল ইসলামকে এরা মুসলিম কবি মানে।
আমি নিশ্চিত কাজী নজরুল ইসলাম বেঁচে থাকলে তাকেও এই জংগীরা কুপিয়ে মেরে ফেলতো।
রণবীর
অবশ্যই । এরক ওনার সব লেখা পড়লে এমনটাই করত । সরকার এ ব্যাপারে উদাসীন কেন ?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কোন হত্যাই কাম্য নয়,স্যার হুয়াুন আজাদ সহ শেষ সিলেটের ব্লগার অনন্ত বিজয়ের হত্যা এ সবই এদেশের লোকেরাই করছে তাও কিছু খুন একে বারে খোদ প্রশাসনের সামনেই অথচ তাদের বিচারের আওতায় আনাতো দূরে থাক চিন্তা করাও যেন প্রশাসনকে কেউ নিষেধ করেছেন যার জন্য এ হত্যার কাজ চলছেই এবং চলবেই….।
কৃন্তনিকা
এখন কিছুদিন মিডিয়াতে ঝড় উঠবে… দুদিন পর সব আগের মতই হয়ে যাবে…
সাবরিনা
ভাবখানা এমন যে মৌলবাদ ধর্মের প্রাণ সঞ্চার যেন ব্লগারদের প্রাণের প্রতিস্থাপন দ্বারাই সম্ভব।
রিমি রুম্মান
শরৎচন্দ্রের মত করে বলি, ” হে প্রভু, তোমার পৃথিবীর আলো বাতাসে ওদের বেঁচে থাকতে দেয়নি যারা, তাদের যেন তুমি ক্ষমা করো না কভু” …
মোঃ মজিবর রহমান
আর জংগি জংগি বলতে ভাল লাগেনা।
সব জংগিরা করছে কিন্তু দেশের প্রশাসনের এই হত্যাকান্ড কে করল, কিভাবে কর্ তা জাচাই করে বিচারের সম্মুখিন করা তাদের করতব্য ও দায়ীত্ব।
সব হত্যাকান্ড ঘটেছে এই মুক্তিযদ্বার মাঠেই।
এবং মুক্তিযধাও মরছে তাদের হাতে কার নিকট আশ্রয় চাইব, কার নিকট বিচার চাইব?
নীলাঞ্জনা নীলা
মন্তব্য করতেও ভয় লাগে।কখন মগজ ছিটকে পরে রাস্তায়।
অনিকেত নন্দিনী
বিদায় হজ্বে মোহাম্মদ(সা) বলেছিলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। বুঝিনা এই মৌলবাদীরা কোন ইসলামের ধারক-বাহক। ধিক শতধিক এদের।