চরিত্র

আলমগীর সরকার লিটন ২০ মে ২০২১, বৃহস্পতিবার, ১১:১৫:১৭পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

পরিবর্তন হলো সময় শুধু

টাকার অহংকারে জল টাকার অহংকারে
ভুলে গেছি ঘাসের মতো অতীত!
এখন আর গায়ে ধূলি লাগে না-
পেটে আর ক্ষুধার ভাবটা ধরে না;
সম্মান নিয়েছি অর্থের গুণে-
অতীত কি আর রাখবে মনে।
তোমার থেকে আমার ক্ষমতা বেশি,
বাবা চাচাদের দেখলাম কি
বুঝলাম না তো খরাব সময়?
চলছে বেশ- বংশ গুণে হলো শেষ
তবুও ভাই এ পরিবর্তন -
বিধাতার চরিত্র  কর্ম মার্জন।
০৬ জ্যৈষ্ঠ ১৪২৮, ২০ মে ২১

-------------------------------

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ