চব্বিশ বছরের শ্রেষ্ঠ উপহার

সুরাইয়া পারভীন ১ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১১:৪৫:৫৫পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

কখনো চাই না, আমি ভালোবাসি বলে

আমার অজস্র ভালোবাসার বিনিময়ে,
দায় সারা খোঁজ নিতে এসে প্রশ্ন করো আমায়-
কেমন আছো তুমি?
সত্যি বলছি উত্তর দেবো না কিছুই
বিশ্বাস করো আমি নির্বোধ নই!
বরং ভালোবাসা আর অবহেলার-
ফারাকটা একটু বেশিই বুঝি।
যদি বিন্দু মাত্র ভালোবাসা বেঁচে থাকতো আমার জন্য,
তবে চব্বিশ ঘন্টায় অন্তত
চব্বিশটা মিনিট বরাদ্দ থাকতো আমার জন্য।
তুমি জানলেও না কোনো দিন,
তোমার দেওয়া চব্বিশ মিনিট হতো আমার কাছে-
পাওয়া চব্বিশ বছরের শ্রেষ্ঠ উপহার।
একটা সময় ছিলো যখন তোমার সারাদিনের-
পুরোটাই আমার ছিলো।
একদিন ভালোবেসে কাছে টেনেছিলে বলেই,
আজ প্রশ্ন জাগে মনে কেনো-
কি কারণে এই সামান্য মানবীকে ভালোবেসেছিলে?
কাছে টেনেছিলে মায়া মমতায় জড়িয়েছিলে।
যতো প্রেম যতো ভালোবাসা মায়া মমতা,
আজ তার সবটাই বুঝি হয়ে গেছে অতীত।
আর অতীতকে আঁকড়ে চলে না তো জীবন,
বিশ্বাস করো এই বিষাদময় অতীত ছুঁড়ে ফেলে-
নতুন করে বাঁচতে বড়ো স্বাদ জাগে মনে।
ইচ্ছে করে পুরোনো প্রেম ভুলে,
নতুন প্রেমে বিলীন করি নিজেকে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ