চন্ডীদাস,ভণিতাহীন

নবকুমার দাস ৩০ নভেম্বর ২০২০, সোমবার, ০৮:৪৩:১৭পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

।। চন্ডীদাস, ভণিতাহীন।।

নবকুমার দাস

“সবার উপরে মানুষ সত্য ”

সত্য সত্য , জগৎ অনিত্য ।

দ্বন্দ্ব , আজও মিটল না ,

দ্বিজ-বড়ু,নানুর না ছাতনা ?

 

প্রেমরসেতে ভক্তি মিশালে,

কাহ্ণাঞি-রাধে মন মজালে।

কেদেঁ মরে কোন রজকিনী ?

চিনি চিনি তবু ঠিক চিনিনি !

 

“আকুল শরীর মোর বেয়াকুল মন।

বাঁশীর শবদেঁ মো আউলাইলোঁ বান্ধন।”

নেই কানাই, তবু বাঁশির সুর যায় শোনা,

কৃষ্ণসন্দর্ভ না শ্রীকৃষ্ণকীর্তন দ্বন্দ্ব ঘোচেনা ।

 

তিনি বললেন যেই,

“ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন,

কেহ না জানয়ে তারে।

প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে।।"

অতএব মানবপ্রেমে মজিল ...

কলিতে অলিতে গলিতে টুরু প্রেম !

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ