
মনটা কেমন জানি বৃষ্টি ঝরা মেঘ
একটু আবেগেই ঝরে পরে বৃষ্টি!
কণ্ঠ যেনো শূন্য আকাশ- মাঠ ভারি
শুধু কাদা চূর্ণ উঠন কিংবা বালুচর
তবুও ভেসে যায় সাদা মেঘের দল
অথচ শিউলি ঝরা পাপড়ি রক্তাক্ত;
শতাব্দী থেকে শতাব্দী ধরে আহত
অংকের সমাধান জ্যামিতির চতুর্ভুজ মন।
২৮ কার্তিক ১৪২৮, ১৩ নভেম্বর ২১
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভাবনার বিষয় কবিদা,
চতুর্ভুজ মন ছড়িয়ে ছিটিয়ে
ভাবনাগুলো বিকীর্ণ এলোমেলো
হবে সাই বসে একগুচ্ছ ভাবনা।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন————-
মনির হোসেন মমি
মন মুক্ত থাকাটা জরুরী।সুন্দর ভাবনা।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন————-
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন————-
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর বলেছেন কবি দা।
কষ্ট বাঁধলে ঘর
অন্তর হয় লিলুয়া বাতাসে
ধুধু বালুকার চর।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন————-