চক্ষুশূল

মোঃ মজিবর রহমান ১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ০৪:২৮:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১২ মন্তব্য

Image result for রক্ত চক্ষু

ঐ দুটি চোখ সকলকাব্যর কাব্য

ধরণীর সর্বভাষা বোঝে সর্বেসব্য।

যে চোখে উঠে মায়া

সে চোখে অসীম জ্বালা।

নয়নের খপ্পরে যে জন পড়ে

বারোটা বাজিয়ে তারে ছাড়ে।

চক্ষু তীর বর্শা হানে বুকে

লাগে অন্তরের অন্তে।

নয়ন অনলে মন জ্বলে

জলহীন কাষ্ঠ অন্তর পুড়ে ।

যে চোখেতে প্রাননাথ

ঐ চোখেতেই প্রাননাশ।

 

ছনিটি গুগলের

 

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ