ঘোর

রেহানা বীথি ১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১০:৪৯:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ঘোর
-------------
সূর্যোদয় ভাবনায় এলে,
কেন যেন ছিটকে যায় সব।
আকাশ থেকে ঝরে পড়ে
গুঁড়ো গুঁড়ো মেঘ চোখের পাতায়।

মধ্যদুপুর আর মধ্যরাতের ব্যবধান বড় অস্পষ্ট হয় মনের কাছে।

তারাভরা রাতের আকাশে হৃদয় ভেসে যায়।

ওই যে মহাকাল, যেখানে হারিয়ে যাবো একদিন,
ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আসে সেখান থেকে।
অলৌকিক মায়াবী আলোয় হাত বাড়াই,
কোনো ধোঁয়াটে অবয়ব ধরবো বলে।
ধরা যায় না, শুধু ভেসে আসে আকুল আহ্বান......
যাবে আমার সাথে, স্বপ্নচারিণী? চাঁপাফুলের মালায় সেজে, অঙ্গে আকাশী নীল শাড়ি....
যাবে?
ধোঁয়া ওড়ে, ওড়ে ফাল্গুনী আবীর। অঙ্গের নীল শাড়িতে ছোপ লাগে হলদে লাল।
ভাঁটিফুলের সুবাস ভেসে আসে কোথা থেকে!
ঘোর লাগে....ঘোর লেগে যায় মনে!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ