কি এক ঘোরের জীবন কাটছে বেশ।
কাঁচের জলে
নদীর জলে
আগুন ধোঁয়ায়
শীত কুয়াশায়।
বৃষ্টি ধারায়…
অসহ্য সব রকমফেরে
বিচিত্রতায়।
কাটছে বেশ!
রাত পেরোলেই রৌদ্রছায়ায় লুকিয়ে থাকে কেমন করা
মনের ধরন,
নামলে আঁধার
আগল খোলে
মনের দুয়ার,
বেভুল কোনে জড়সড়
শীত কুয়াশায়!
চোখে কোলে হাহাকারের শুন্য আশা।
বোবা হয়ে’ই যায় শুকিয়ে বুকের কাছে
অশ্রুধারা।
আপন ভোলা নিজের সাথেই বোঝাপরা।
যখন যেমন ইচ্ছেয় আর অনিচ্ছেতেই বাউল মনের যাতন জ্বালা!
“বাঁধো আর বাঁধিতে না’রি।”
তবু যেন দুই ঠোঁটেতে কুলুপ আঁটা।
হৃদমাঝারে রঙীন ছবি!
চিত্রখানা যত্নে আঁকা।
খুব যতনে আগলে রাখা, এই তো যাপন
ঘোর লাগা এই জীবনখানা!
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো ধন্যবাদ আপু।আপন ভোলা গায়েনরা এমনি। তবু যেন দুই ঠোঁটেতে কুলুপ আঁটা।
হৃদমাঝারে রঙীন ছবি!
চিত্রখানা যত্নে আঁকা।
খুব যতনে আগলে রাখা, এই তো যাপন
ঘোর লাগা এই জীবনখানা! এতটুকু অসাধারণ লেগেছে। ভালো থাকুন ও শুভ কামনা রইলো
বন্যা লিপি
অতোটুকুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই।ভালো থাকবেন।
কামাল উদ্দিন
সত্যিই ঘোর লাগা এই জীবনখানা! কখন কোন অবস্থায় কোন ঘোরে থাকি সেটা আগে থেকে ঠিক করে রাখা দায়…….শুভ সকাল আপু।
বন্যা লিপি
ঘোরেই কাটছে একটা জীবন…..ঘোরের কোনো পুর্বাভাস নাই ভাই।ধন্যবাদ।
কামাল উদ্দিন
আপনাকে আন্তরিক শুভেচ্ছা আপু
ইসিয়াক
খুবই সুন্দর।
শুভসকাল আপু্ ।
শুভকামনা রইলো্
বন্যা লিপি
শুভ সন্ধ্যা।
শুভ কামনা।
ধন্যবাদ জানবেন।
ত্রিস্তান
নিজেকে ভুলতে ভুলতেই আবার আবিষ্কার করি, এখনো এলাইভ, এইতো জীবন। ধন্যবাদ আপু।
বন্যা লিপি
ধন্য বিয়োগ -আবাদ হোক শুভেচ্ছা,শুভ কামনা।
এস.জেড বাবু
যত্নে আঁকা চিত্রখানা
খুব যতনে আগলে রাখার মতো অব্যাক্ত ঘোর লেগে থাক মায়াবী আবেশে। এইতো পূর্ণতায় ভরা জীবন।
চমৎকার জীবনের অসাধারণ ছবি লিখায় অন্তর্নিহিত।
ছোট ছোট বাক্যের মায়াজালে দারুন হয়েছে আপু
বন্যা লিপি
অনেকদিন পাইনা এমন মন্তব্য! কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা।
এস.জেড বাবু
একটু ব্যাস্ততম সময় যাচ্ছিলো আপু-
এই তো ফিরে এলাম প্রিয় সাহিত্যিকদের প্রিয় উঠানে।
শুভেচ্ছা আপু- আমিও অনেকদিন এমন সুন্দর লিখা পড়িনি।
নিতাই বাবু
আমি এখানেই থেকে গেলাম। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো।
বন্যা লিপি
নিরন্তর শুভ কামনা দাদা।কৃতজ্ঞতা জানবেন।
সুপায়ন বড়ুয়া
“কি এক ঘোরের জীবন কাটছে বেশ।
কাঁচের জলে
নদীর জলে
আগুন ধোঁয়ায়
শীত কুয়াশায়।”
খুব সুন্দর আপু
ঘোরের মাঝে কাটছে জীবন
আনন্দতে চলছে যাপন।
শুভ কামনা।
বন্যা লিপি
ঘোরের মাঝেই কাটছে জীবন।
অসংখ্য কৃতজ্ঞতা শুভ কামনা।
ফয়জুল মহী
দারুন ,ভালো লেগেছে ভাই।
বন্যা লিপি
কৃতজ্ঞতা জানাই।ভালো থাকবেন।
মাহবুবুল আলম
লেখাটি ভাল লেগেছে।
বন্যা লিপি
ধন্যবাদ জানাই
রেহানা বীথি
তবু যেন দুই ঠোঁটেতে কুলুপ আঁটা।
হৃদমাঝারে রঙীন ছবি!
চিত্রখানা যত্নে আঁকা।
খুব যতনে আগলে রাখা, এই তো যাপন
ঘোর লাগা এই জীবনখানা!
কী সুন্দর লিখেছেন! মন ভরে গেলো পড়ে।
বন্যা লিপি
মন্তব্যে প্রাণিত হলাম আপু।ভালবাসা জানবেন।