ঘৃনা

সিকদার সাদ রহমান ২৯ জুন ২০১৯, শনিবার, ১১:০৭:২৫অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

সে আমায় এক বার ধংস করেছে,
আমি হয়েছি ধংসিত।
হয়েছিলাম নিপিড়িত।
তার নিপিড়নের নিগৃহনে
তার অবহেলায় মৃত্যুর দ্বার দেখেছিলাম।

তার অবহেলা আমায় ধংস করেছে
আমি হয়েছি বঞ্চিত
হয়েছিলাম নিন্দিত বনমালী
ডুবে গিয়েছিলাম জলে
জড়িয়ে ছিল চোরকাঁটা আর চোরাবালি

আমি ধংসের নেশায় হয়েছি উম্মত্ত।
তিলে তিলে বার বার ধংসের নেশায়
সৃষ্টি করে যাই প্রেম অবিরত।
চাঁদ মোহনায় মিলনের মিথ্যে গল্প বানাই
চোরাবালিতে বাসর সাজাই
তার ছলনার বুলবুলি বাক্যে
হারিয়ে যাওয়া মনের অবস্থান খুঁজে
শেকড় উপড়ে উপড়ে শক্ত করি প্রেম
জাগিয়ে তুলি ঘৃনা, ঘৃনা আর ঘৃনা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ