সে আমায় এক বার ধংস করেছে,
আমি হয়েছি ধংসিত।
হয়েছিলাম নিপিড়িত।
তার নিপিড়নের নিগৃহনে
তার অবহেলায় মৃত্যুর দ্বার দেখেছিলাম।
তার অবহেলা আমায় ধংস করেছে
আমি হয়েছি বঞ্চিত
হয়েছিলাম নিন্দিত বনমালী
ডুবে গিয়েছিলাম জলে
জড়িয়ে ছিল চোরকাঁটা আর চোরাবালি
আমি ধংসের নেশায় হয়েছি উম্মত্ত।
তিলে তিলে বার বার ধংসের নেশায়
সৃষ্টি করে যাই প্রেম অবিরত।
চাঁদ মোহনায় মিলনের মিথ্যে গল্প বানাই
চোরাবালিতে বাসর সাজাই
তার ছলনার বুলবুলি বাক্যে
হারিয়ে যাওয়া মনের অবস্থান খুঁজে
শেকড় উপড়ে উপড়ে শক্ত করি প্রেম
জাগিয়ে তুলি ঘৃনা, ঘৃনা আর ঘৃনা।
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ধ্বংসের নেশায় বারবার প্রেম সৃষ্টি করা যায় ? নাকি এক কষ্টের নিরাময়ে নতুন কষ্টকে বরণ করার প্রয়াস করা হয় ?
সিকদার সাদ রহমান
এটা প্রতারনা আপু! কষ্টের সাথে প্রতারনা!
শিরিন হক
শুভকামনা রইলো কবির প্রতি। ধংশের নেশায় সৃষ্টি করি প্রেম অবিরতি লাইনটা ভালো লাগলো
সিকদার সাদ রহমান
ধন্যবাদ। এভাবেই সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকুন! 😉
সঞ্জয় মালাকার
চমৎকারচলে রচনাচয়ন কবিতা
পড়ে খুব ভালো লাগলো দাদা।
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
সঞ্জয় দাদা! অনেক ধন্যবাদ! এভাবেই কাছে রাখুন!
আরজু মুক্তা
ধ্বংস,ঘৃণা,নিপীড়ন, উন্মত্ত,নিপীড়িত —-এ বানানগুলো খেয়াল করেন।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ আপু। এভাবেই ভুলে শুদ্ধ্যে প্রশ্রয়ে কাছে রাখুন!
জিসান শা ইকরাম
শেকড় উপড়ে উপড়ে প্রেমকে শক্ত করলে ঘৃনা আসে কিভাবে?
সিকদার সাদ রহমান
দাদা! এটাও নাকি ভালবাসা! যত বার ঘৃনা করি তত বার ভালবাসা!
রেহানা বীথি
প্রয়োজন নিজেকে ভালোবাসা। কেউ আমাকে ভালোলোবাসলো কিনা, গুরুত্ব দিলো কিনা, এসব ভেবে হতাশায় ডুবে কেন?
সিকদার সাদ রহমান
হা হা হা! এটা হতাশা কেনো ভাবলেন?
মাসুদ চয়ন
প্রিয়জন আর প্রয়োজন একসূত্রে গাঁথা-প্রয়োজন বুঝিয়ে দেয় কে কতোটা ঘনিষ্ঠ প্রিয়জন
সিকদার সাদ রহমান
খাঁটি কথা!
বন্যা লিপি
এখন আমারো ডাকতে মন চায় ” ও ভোলা “এত এত ভাবনা রাখো কোম্মে? খুব ভালো লেগেছে ভোলা। না থুক্কু আর ডাকুম না ভোলা। তাইলে কপি পেষ্ট হইয়া যাবে।
সিকদার সাদ রহমান
হা হা হা! যে আমারে ভোলা ডাকে সে অনেক দূরেই থাকে।