
ও গাঁয়ের শ্যামা মেয়ে ছটফটে নূরী,
সকলে চিনতো তারে উড়াতাে যে ঘুড়ি!
আজ গেলে ওই বাটে কাল ধু ধু মাঠে,
কখনও লাটাই হাতে ছুটতো সে পাটে।
একদিন ঝড়ো বাও কেটে নিলো সুতো,
ছিলো যে অদূরে ষাঁড়? সেও দিলো গুঁতো।
মানলো সে ব্যথা পেয়ে আর নেই কাম,
তারচেয়ে ঢের ভালো গৃহে ফেলি ঘাম।
তক্খনি বাড়ি ফিরে বিছানায় শুয়ে,
ভাবে চেয়ে চারিদিক পড়লো কি নুয়ে?
বুঝেছে সে অনায়াসে মান গেলে ছাড়ি,
নয় কারো এ তো ঘুড়ি লাটাইয়ের বাড়ি!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ সুন্দর ছড়া পাঠে মুগ্ধতা কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সাবিনা ইয়াসমিন
নূরীর মনের ঘর ভরে আছে ঘুড়ি-লাটাইএ! তার তো গৃহে মন বসার কথা না!
ছটফটে কিশোরীর চমৎকার উপস্থাপনা দিয়েছেন।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
এমন ঘুড়ি-লাটাইয়ের প্রতি টান আমাদের সবার।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!