
আমাকে একটু ঘুম দেবে, ঘুম!
উল্লাসে ঘুমাবো, ব্যথায় ঘুমাবো।
আনন্দে ঘুমাবো, কষ্টেও ঘুমাবো।
রাশি রাশি ঘুম দিবে, ঘুম!
স্বপ্নে ঘুমাবো, জাগরণেও ঘুমাবো।
কান্নায় ঘুমাবো, হাসিতে ও ঘুমাবো।
শান্তির ঘুম দিবে, ঘুম!
অশান্ত পবনে ঘুমাবো, শান্ত ঝড়ে ঘুমাবো।
উত্তাল ঢেউয়ে ঘুমাবো, নিরুত্তাপ ভূমিতে ঘুমাবো।
আকুঞ্জনে ঘুমাবো, প্রসারণে ঘুমাবো।
ঘুম দেবে, ঘুম!
আবাহনে ঘুমাবো, বিসর্জনে ঘুমাবো।
শুক্লা পঞ্চমীতে ঘুমাবো,
অমানিশার আঁধারে ঘুমাবো।
হৃদ্যতায় ঘুমাবো, শত্রুতায় ঘুমাবো।
বেলা-অবেলায় ঘুমাবো,
হর্ষে-বিষাদে ঘুমাবো।
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!
ঘুমের বসন অঙ্গে জড়িয়ে স্বপ্ন বিভোরতায় ঘুমাবো;
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!
২৮টি মন্তব্য
শান্ত চৌধুরী
ঘুমের বসন অঙ্গে জড়িয়ে স্বপ্ন বিভোরতায় ঘুমাবো;
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!
ঘুমময় হউক সারাবেলা, সারাক্ষণ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাই। শুভ ঘুম
সুপায়ন বড়ুয়া
“হর্ষে-বিষাদে ঘুমাবো।
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!”
ঘুম যে আসে না কবি
আনন্দ বিষাদে দিয়ে যায় চুম।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
এমন করে ডেকে ডেকে ঘুম নিয়ে এসে ঘুমিয়ে গেলে/থাকলে
আমরা কবিতা পাবো কৈ!
তবে ঘুম ঘুম এমন কবিতা হলে দ্রুত ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে ধুমিয়ে লিখুন।
সুপর্ণা ফাল্গুনী
😍😍😍😍🤣🤣🤣🤣। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য। শুভ ঘুম
অনন্য অর্ণব
আমি আর কি বলবো, হেলাল ভাই তো বলেই দিয়েছেন- ঘুমিয়ে ঘুমিয়ে ও যদি এতো সুন্দর কবিতা রচনা করা যায় তবে জেগে থাকার আর কি দরকার। স্ট্রেস অতিরিক্ত না নেওয়াই ভালো। ভালো থাকুন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄😍😍😍 ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো থাকুন শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
এমন ঘুম আমার কাছে আছে আপু, হাটতে হাটতে ঘুমানোর অভ্যাসও আমার রয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও ! তাই নাকি? কেজি দরে পার্সেল করে পাঠিয়ে দিন সোনেলাতে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। ঘুমের মধ্যে হাঁটা, কথা বলা অসুস্থতা বুঝায় । তাড়াতাড়ি ডাক্তার দেখান। আমার বাবা এই রোগে ভুগছে। আমরা পাত্তা দেইনি বলে আজ সে খুব কষ্ট পাচ্ছে। আমার বাবার জন্য দোয়া করবেন
কামাল উদ্দিন
যখন ঘুম পায় তখন শুইতে না পারলে কি করা আপু
সুপর্ণা ফাল্গুনী
সময়মত ঘুমানোর চেষ্টা করুন। পরিপূর্ণ ঘুমানোর চেষ্টা করবেন। ভালো থাকুন
ফয়জুল মহী
ভালো লাগলো খুব l
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়
নৃ মাসুদ রানা
এই শব্দটা আমার খুবই দরকার।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা! ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
সব অবস্থায় ঘুম চলবে,
ঘুম ভয় পেয়ে না পালায় আবার 🙂
কবিতা সুন্দর হয়েছে।
শুভ ঘুম, শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭🤭 ধন্যবাদ দাদা ভাই
রেহানা বীথি
ঘুম হোক অনাবিল, সবসময়। ঘুমে ঘুমে স্বপ্নে স্বপ্নে কবিতা সাজিয়ে আমাদেরকে উপহার দিয়ে দিন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু।😍😍😍😍। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় শুভ কামনা রইলো
ইসিয়াক
ঘুমের বসন অঙ্গে জড়িয়ে স্বপ্ন বিভোরতায় ঘুমাবো;
দাওনা আমায় একটুখানি ঘুম, দাওনা ঘুম!
আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে দিদি ।
শুভকামনা রইলো ।
সুপর্ণা ফাল্গুনী
ঘুম পেলে ঘুমাতে হবে, মিস করা যাবে না। ঘুমের গাড়ি ফেল করলে সহজে পাবেন না। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
নিতাই বাবু
আমার কিন্তু রাতের বেলা একদম ঘুম আসে না। যা ঘুমানের দরকার, তা দিনের বেলা দুপুরের খাবারের পর তিন ঘণ্টা ঘুমাই।
ঘুম নিয়ে আপনার লেখা কবিতা খুবই ভালো লেগেছে দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন শুভ কামনা। শুভ ঘুম
সুরাইয়া পারভীন
কোথাও কী নেই একটু শান্তির ঘুম? কেউ কী নেই যে একটু ঘুম ধার দিতে পারে। আমার যে বড্ড সাধ ঘুমাবো। একটু শান্তিতে ঘুমাবো
দারুণ লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো লাগা অবিরাম। শুভ রাত্রি
তৌহিদ
ঘুমকে যেভাবে ডাকছেন দেখবেন আবার অতি ঘুমে অশান্তি না এসে যায়। আমার আবার এমনিতেই ঘুম চলে আসে।
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭 আচ্ছা। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ উপদেশের জন্য। অনেকেই যখন তখন ঘুমাতে পারে। তাইতো বলি এতো কঠিন কঠিন শব্দ , ভাষা কোথায় খুঁজে পান। ভালো থাকুন ঘুমের দেশে।