তোমার উপেক্ষায়,

আমার অপেক্ষার প্রহরগুলোর সময় কাটে

বিচ্ছেদের আঙ্গিনায়।

বিরহ-বিলাসে স্নান করে সন্ন্যাসীর মত নির্বাসনে আজ  ঘুমের যাত্রা।

অগ্নিকান্ডে সকল সুখ পুড়ে,চেতনায় জমা আমার কড়াল দীর্ঘশ্বাস।

প্রত্যেকটা রাত কেটে যাচ্ছে ঘুমহীন-তুমিহীনতায়।

তাই চড়া দামে ঘুম কেনার অপেক্ষায়,,,

অনিশ্চয়তা আর  না পাওয়ার দুশ্চিন্তাগুলো এখন আকাশে তাঁরা হয়ে ফুটছে।

অন্তপুরের অতলে আমার স্বপ্নগুলো ভেঙ্গে কাঁচের টুকরার মত হয়ে গেছে।

পুষে রাখা দীর্ঘদিনের হতাশা, দীর্ঘশ্বাস হঠাৎ কোথায় যেন উবে গেল মনের সীমানা ছাড়িয়ে-অনেকটা দূরে!

তবুও তোমাকে ভাবা চাই ই চাইইইইই।

রোদের তাপে শুকিয়ে ঝরে পড়েছে আমার অনুভূতির  চোরকাঁটা।

বিচ্ছেদের অভিঘাতে আজও  প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হই।

শুনশান নিস্তব্ধতা,মশাদের বাঁজি খেলা দেখে আর মাছিদের ঘন ঘন পাঁয়াচারিতে কেটে যাচ্ছে ঘুমহীন রাত।

তবু খুঁজে ফিরি তোমায়  এই শহরের কংক্রিট জড়তায়, রাতের আকাশে তাঁরাদের মাঝে,পূর্নিমার আলো ভরা জোস্নায়,

অথবা অমাবশ্যার ঘুটঘুটে অন্ধকারে জোঁনাকী পোকার আলোতে।

সম্মোহোনী চোখে মুখে কাঁপন নিয়ে প্রহর গুনি আগ্রাসী ঢেউয়ের মত।

ঘুমকে কেনার অপেক্ষায়।।।।।

বেঁজে ওঠে বুকের অন্তরীক্ষে এক নীল পারিজাতের আর্তনাদ।

স্বপ্নগুলো সব দানাবেঁধে দেয়ালে মাঁকড়সার জালে আটকে আছে।

থমকে গেছে  চকখড়িতে অবরুদ্ধ স্লেটের বুক, শোকার্ত সব উচ্চারণ ।

তবুও চাই  ঘুমঘোরে বুকের খাঁজে তোমার আশ্র‍য়ে থাকার।

এতকিছুর পরে বিচ্ছদের দগ্ধে দগ্ধিত হয়ে  রাগে, ক্ষোভে,দুঃখে, অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে  ঘুম।

অতঃপর এই শহরের চোরাবালিতে চিনচিনে দুঃখ কনাকে সাথে নিয়েই,

চড়া দামেই ঘুম-কে কেনার অপেক্ষায়।

ছবিঃ নেট থেকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ