ঘুমের মরণ

ছাইরাছ হেলাল ২০ জুলাই ২০১৮, শুক্রবার, ০৫:২৬:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

ঘুম (তুমি) ঘুমাও
(আমি) জেগে আছি, জেগে থেকে;
নিস্তব্ধ-নীরবের সরবে,
ঘুম আমাকে খেলায় রাখে, খেলে-ও
আমিও ঘুমকে;

ঘুম হাল্কা হয়ে থাকে, উড়ে উড়ে বেড়ায়
উবে যায় না;

এই যে নিরন্তর খেলা-খেলা-খেলা,
খেলা-খেলি খেলা-খেলি, না খেলেও
খেলা ও খেলি,
কলের পুতুলের নিকুচি করি;
সুখ-স্বপ্ন স্বপ্নের সুখ! কড়ায় গণ্ডায় বুঝে নেব
এপারে ও ওপারে;

ঘুম (তুমি) এবার মরণ-ঘুম ঘুমাও
(আমি) জেগে-আছি, জেগেই থাকি।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ