এক আকাশ
ঘুম জমা আছে রাত্রির কাছে,
আঁতিপাঁতি করে খুঁজতে থাকি
না-খোঁজার ভানে;
খুঁজতে না-জানার করণকৌশলে,
ধু ধু রাত্তিরে ভিজে যাওয়া ডানা পুড়িয়ে
ঠায় দাঁড়িয়ে, ঐ উন্মুখ নয়ন ছুঁয়ে;
ঘুম এখন গুয়েতেমালার জঙ্গলে বসে থেকে
হাসে, অক্ষাংশ-দ্রাঘিমাংশ ভুলে
আচ্ছা-মতো প্যাঙ্গোলিন হাসি!!

উনুনে উনুন জ্বেলে তড়িতাহত হবো
ছাই'য়ে ফিনিক্স ওড়াবো, উড়বো না,
বয়ে যাওয়া জলে পা-ভেজাবো
ভিজে যাব-না,
পীড়িত আজ দখিনা বাতাস
তবুও কিছুতেই শয্যাশায়ী হবো-না,
বহুমুখী ঠোকাঠুকিতে ও-না;

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ