ঘুণপোকা

আরজু মুক্তা ১১ অক্টোবর ২০২০, রবিবার, ০৭:৩২:৩৬অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

 

ঘুণে ধরা মানুষের বিবেক দেখে
মনে পড়ে পলাশীর প্রান্তরের কথা।
রাস্তায়, গ্রামে কিংবা মেঠো পথে
এখনও উপেন ও ভবানীকে হেঁটে যেতে দেখি।

আমি নাকি লোক দেখানি ফকির হয়েছি
গলায় রুদ্রাক্ষ, হাতে তসবীহ্, আবার লাঠিও
জোসনা রাতে চাঁদ দেখে ; হাসি বাঁকা হাসি।

উপেনরা এখনও কৃষক!
মালেক, সাহেদ, খালেকের প্রশ্ন শুরু হয়
" বুঝেছো উপেন? "
তামাসা পাটকলে, নীলকর ও আছে চুপিচুপি।

সিরাজ, এ সমাজে বেঁচে থাকলেও
আলো ছায়ার খেলায়, মাঝে মাঝে মেঘের ঘনঘটা
আর ডমরু রূপ দেখে ; ইঁদুরের মতো লেজ গুটিয়ে পালায়।

শস্যের সিন্ডিকেট,  পিঁয়াজ, রসুন, আদা
এসব দেখে আমি প্রীতিলতা ওয়েদ্দার হয়ে
বিপ্লব ঘটাবো কিনা ভাবতেই,
মনে পড়ে, আমি তো ফকির।
বড়লোকের পায়ের নীচে শস্য হয়ে থাকি ;
গেরিলা হয়ে জাগবার কথা ; না থাকবার কথা।
আবার ভাবি!!

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ