কৈশোরের চিনা রাজ পথগুলো হারিয়ে যাচ্ছে!
বয়সের নোনাটা হাত ছানি দিয়ে বুঝানোর চিহ্ন;
একে বারে গোয়াল ঘরের হাউলাপান্টির উত্তাপ
ভ্ন্নি- স্কুলে স্যারের বেত অথচ যৌবন হাসি খেলা
রঙিন মাঠ যেনো ঘুড়ি উড়ানো আকাশ প্রান্তর;

রঙধনু বিকালে সবই হারানো পথ সত্যটা মানতে
নতুন ক্ষতের বিল টলমল জল শাপলা ফুলের ঘাট
নৌকা চলানোর পূর্ণিমা রাত যেনো পূজা করার খাট
একাকার সবুজ ঘাস আর দুই এক ঘাসফড়িং উড়ন্ত

মিছিল- এই পথ খুঁজে পাওয়া, যার কোন শেষ নেই
সন্ধ্যা তারা দেখার ক্ষমতা নেই- শুধু শূন্যতার হাক!
বন্ধুত্বের ছুঁয়া নেই আহাকার ডুবানির সাঁতার নেই-
অতঃপর পথগুলো মরিচিকার শকুন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে
অবলা চোখ আঁধার দেখচ্ছে উঠানে ঘাস বৃদ্ধবয়স হচ্ছে।

১৭ ভাদ্র ১৪২৬, ০১ সেপ্টেম্বর ২০
-----------------------------------