ঘাসফুলটি কিংবা মৃগ কস্তূরী

খাদিজাতুল কুবরা ১৪ নভেম্বর ২০২১, রবিবার, ০১:২২:৩০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

পাহাড়ে যার আদি নিবাস__

সে তো মাথা উঁচিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রয়; সমতল তার অকুল পাথার।

দেবদারুর সাথে ঘাস ফুলের প্রেম হয়না ওরা বরাবরই একলা নির্বিকার!

পাহাড়ের নিস্তব্ধতা আর দেবদারুর নিঃসঙ্গতা তার আত্মমর্যাদা /আত্ম অহংকার।

ছায়া বিথীর ঘেরাটোপে হারানো পথিক চিরকাল মনে মনে পোষে সংসার বিবাগী সংঘাত।

 

পাশেই মহুয়ার বনে__

অনাহূত প্রশ্ন বানে ঝুলে মরে পড়ে রয়েছে  এক বেওয়ারিশ মৃগ-কস্তূরী।

আদমশুমারিতে যার অস্তিত্বের ঠাঁই মেলেনি এক জীবনে,

এই বালুতটে আজ থেকে গলে পচে জীবাস্ম হয়ে ঝাউবনে রেখে যাবে শেষ অবদানখানি।

এই খানে সালোকসংশ্লেষনে মত্ত হবে আবারো তরুছায়া রাজি।

 

অদূর গাঁয়__

পরাগরেনু মেখে লাউফুল লাউ মাচা ভরিয়ে তুলবে ধান খেতের আলের কোলে।

ভুলে যাবে পৃথিবীর সকলে মৃগ কস্তূরীকে, একদিন সেও শ্বাস নিতো একই আকাশের নীচে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ