ঘর্মাক্ত ইতিহাস

নীলাঞ্জনা নীলা ৮ মে ২০১৯, বুধবার, ১১:২৯:১০পূর্বাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

তোমার বুকে রেখেছিলাম কিছু অলীক সুখ
তাই তো সেখানে আমার থাকা হয়নি
চলে এসেছি বহুদূর...!
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

আমাকে তুমি বৃষ্টি হতে বললে,
আমি বৃষ্টি হোলাম।
তুমি রইলে সুখের দালানে
আর এদিকে ভিঁজে গেলাম নিজেই।
☔☔☔☔☔☔☔☔☔☔☔☔

অনিমেষকে ভালোবাসো তুমি
অথচ কখনোই মাধবীলতা হতে পারোনি
কালবেলায় একলা আছি আমি এখনও।
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

তুমি চলে গেলে,
সূর্যের মুখ পান্ডুর হয়ে উঠলো
আর মসলিন মেঘ গাঢ় হয়ে ঝরে পড়লো
মন-আঙিনায়।
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧

এই যে তোমাকে নিয়ে কতো লিখে যাই
কতো ভেবে চলি
সে তো তুমি দেখোনা
একদিন সময়ের ইতিহাসে উঠে আসবে
কতো কতো চিরকুট ঘর্মাক্ত এই শার্টের বুকপকেটে ছিলো।
🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦

♦বহু পুরোনো লেখা পেয়ে গেলাম। সেই প্রথম একজন পুরুষের অনুভূতি নিয়ে প্রেমের লেখা লিখতে চেষ্টা করেছিলাম। লেখাটি কোথাও দেয়া হয়নি। হয়তো সোনেলা'র জন্যেই থেকে গিয়েছিলো।♦

শমশেরনগর চা' বাগান
১৯৯৫ ইং।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ