ঘটন অঘটন, অপরিকল্পিত জীবন ।

নিরব সাগর ৮ জানুয়ারি ২০২০, বুধবার, ০৯:৩০:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

পরিকল্পনা করে জীবনের সবকিছু হয় না, অনেক কিছুই পরিকল্পনার বাহিরে হয় । যাকে কিনা বলা যায় অপরিকল্পনীয়।
অনেক কিছু করে ঘটা করে করা হয় না, দুর্ঘটনায় হয়ে যায় ।যাকে কিনা অঘটন বলা হয়।
জীবনটা সময়ের মতো, পরিকল্পনা হলো স্রোতের মতো। সময় যেভাবে আটকে রাখা যায় না জীবনটা ও তাই। তবে স্রোতের গতি পথটাকে পরিকল্পনা করে অনেক কাজে লাগানো যায় ।
এই প্রবাহমান সঠিক সময়ে কাজে লাগাতে পারলেই তবেই ভালো কিছু করা সম্ভব, নাহলে তো অসময় হয়ে যাবে। দুর্ঘটনা হয়ে যাবে।
সময়ের সাথে তাল মিলিয়ে জীবনটা চালানো অনেক কঠিন ।এজন্য আমরা পরিকল্পনা করে সবকিছু করতে পারিনা।

পরিকল্পনা নিতে গেলেও তো একটা সময়ের অপচয় হয় ।আবার ঘটা করে সব সময় ভালো কিছু হয় না ।

সর্বোপরি জীবন একটা প্রবাহ, নদীর স্রোত প্রবাহমান, সময়ও প্রবাহিত।

এতকিছু বলার মানে হলো, জীবনের চাই একটা প্রগতিশীল গতি ।যা কিনা সময়, স্রোত, পরিকল্পনার সাথে জীবনটাকে পরিচালিত করতে সহযোগিতা করবে।
আর তা না হলে এক সময় এসব কিছু থেকে অন্য এক পৃথিবীতে বসবাস করতে হবে।
যেখানে পৃথিবী ঘুরছে সেখানে আপনি আমি কেউ যদি বসে থাকি তাহলে তো পৃথিবীর সাথে চলতে পারব না।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ