গ্রামীণ শীতের ভোর

বোরহানুল ইসলাম লিটন ১৪ নভেম্বর ২০২১, রবিবার, ০৭:০৫:৪৫পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

শীতের খেজুর রস,
দেখলে কে না হয় খুশিতে
চঞ্চলা সরস?

থাকলে সাথে মুড়ি,
আর কি খাটে কথার মাঝে
হিমের জারি-জুরি!

খুব সকালে দেয় যদি মা
গরম ভাপার থালা,
আর কে থাকে কালা?
লালি যদি দেয় খুলে তার
গন্ধে মনের তালা?

রসে ডোবা চিতই পিঠা
খায় যদি বা খুকি,
সূর্য কি রয় লুকি!
’আয় রোদে আয়’ ছোট্ট সোনা
দেয় সে ডেকেই উঁকি!

গ্রামীণ শীতের ভোর,
এমনি ভাবেই রোজ খুলে তার
শিশির ঝরা দোর!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ