গ্রাফিতি

ছাইরাছ হেলাল ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৫:৪৭:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

মৃত্যুর হাঁটা পথে পায়ে পা-ফেলে
ক্রমাগত হেঁটে যাচ্ছি বিভাজিত হবো বলে,
এ এক অমোঘ নিয়তি;
সই করা মৃত্যু পরোয়ানা ঝুলে আছে
দৃশ্যত অদৃশ্যতায়, বিয়োগ চিহ্নের মত;

এঁকে রাখা দেয়াল গ্রাফিতি
কখন যে জেনে-অজান্তে খসে পড়বে
আগাম জানান দিয়ে না-দিয়েও।
এ যেন হঠাৎ উল্টে পড়া বোবা-ভাস্কর্য
সারা শরীরে গেঁথে আছে অবিশ্বাসের পেরেক;

চির-ঘুমের শীতল পাটিতে শুয়ে তবুও ভাবি,
অলৌকিক ভাবে হলেও, পবিত্রতার দেশে
এবার/আবার দেখা হবে, সবার সাথে, ঝর্ণা-জল-স্নানে।

ছবি নেটের।

৫৬০জন ৪৪৬জন
12 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ