
মৃত্যুর হাঁটা পথে পায়ে পা-ফেলে
ক্রমাগত হেঁটে যাচ্ছি বিভাজিত হবো বলে,
এ এক অমোঘ নিয়তি;
সই করা মৃত্যু পরোয়ানা ঝুলে আছে
দৃশ্যত অদৃশ্যতায়, বিয়োগ চিহ্নের মত;
এঁকে রাখা দেয়াল গ্রাফিতি
কখন যে জেনে-অজান্তে খসে পড়বে
আগাম জানান দিয়ে না-দিয়েও।
এ যেন হঠাৎ উল্টে পড়া বোবা-ভাস্কর্য
সারা শরীরে গেঁথে আছে অবিশ্বাসের পেরেক;
চির-ঘুমের শীতল পাটিতে শুয়ে তবুও ভাবি,
অলৌকিক ভাবে হলেও, পবিত্রতার দেশে
এবার/আবার দেখা হবে, সবার সাথে, ঝর্ণা-জল-স্নানে।
ছবি নেটের।
২২টি মন্তব্য
আরজু মুক্তা
প্রথম দশ লাইনে দুঃখবোধ আসলেও শেষের তিন লাইনে আশাবাদ। আবার আসিবো ফিরে। দেশাত্মবোধ ফুটে উঠেছে।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
আপনি সব সময় মন দিয়েই পড়েন।
সব কিছুর শেষে আশাবাদ-ই আমাদের এমন শিক্ষা দেয়।
নিরাপদে থাকুন।
প্রদীপ চক্রবর্তী
মৃত্যু হাঁটা পথে পা ফেলে ক্রমাগত চলাও এক অমোঘ নিয়তি। এ নিয়তি আশীর্বাদ হয়ে আসুক।
দুঃখের অবসান কাটিয়ে।
.
দেখা হোক পবিত্রার বেশে।
ছাইরাছ হেলাল
দুঃখের সমাপ্তি হোক সুখ-সুখ সুখে, এটি ই আমাদের চাওয়া।
ভাল থাকুন।
পপি তালুকদার
প্রতিনিয়ত হেঁটে যাচ্ছি মৃত্যুর অভিমুখে।
হঠাৎ করে একদিন সব রঙ্গ ভেঙ্গে নিয়ে যাবে অনন্তকালের জীবনে।
আশা রাখি পবিত্রতার দেশে দেখা হবে পবিত্র বেশে,
ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
কবিতা কবিতা লাগছে কেন!!
সুন্দর মন্তব্য অবশ্য এমন হয় মনে হয়।
আমরা সুন্দরের আশায় থাকি।
ভাল থাকুন, লেখায় সাথে থেকে।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
চিরন্তন সত্য টাকে এমনভাবে উপস্থাপন করা আপনার কাছ থেকে শিখলাম, জানলাম। অফুরন্ত ধন্যবাদ। শব্দের কারুকার্য এভাবেই খচিত হোক নিয়মিত, অবধারিত মৃত্যু আসার আগে। ঈশ্বর আরো অনেক অনেক দিন আমাদের মাঝে আপনাকে বাঁচিয়ে রাখুক সুস্থ, সুন্দর করে। অফুরন্ত শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনাদের লেখা পড়ে পড়ে-ই তো ক্রমাগত শিখছি, এটাই আনন্দের, এর বেশী কিচ্ছু না।
আমরা সবাই ভালো থাকবো এপারে-ওপারে এ প্রত্যাশা আমাদের সবার।
ভাল থাকবেন আপনি।
ফজলে রাব্বী সোয়েব
এক অমোঘ সত্য। মন ছুঁয়ে গেলো। ভালো থাকবেন ভাই। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
দুঃখ মুছে যাক,সবাই আনন্দে হাসক /
অলৌকিক ভাবে হলেও, পবিত্রতার দেশে
এবার/আবার দেখা হবে, সবার সাথে, ঝর্ণা-জল-স্নানে।
ছাইরাছ হেলাল
সবার সাথে সবাই কে নিয়ে আনন্দিত হতে চাই।
শুভেচ্ছা।
হালিমা আক্তার
জন্মের পর থেকেই মৃত্যু পায়ে পায়ে হেঁটে যায়। শুধু সময়ের অপেক্ষা। শুভকামনা।
ছাইরাছ হেলাল
নির্দিষ্ট পরিণতির দিকে আমাদের সবাইকে যেতে হবে/হচ্ছে। এটি-ই নিয়তি।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
নিয়তিকে উপেক্ষা করা যাবে না কখনোই,
সবার সাথে পবিত্রতার দেশে আবার যেন মিলে মিশে থাকতে পারি, এ আমারও কামনা।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সবাইকে-ই দ্বীনের পথে আসতে হবে আগে আর পড়ে, নিয়তি এখানেই বাঁধা।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
যাপনের টানাপোড়নের ঝড়ে বারবার ভেঙে যাবে বাবুই-বাসা খানি, তবুও খড়কুটো দিয়ে তৈরি করি আপনালয়। হয়তো এবার নয়তো আর-কোনবারে ঠিক ঠিক ভেঙে যাবে নিয়তির অমোঘ দেয়াল।
শেষ নিঃশ্বাস পর্যন্ত আশায় থাকার নামই জীবন।
ছাইরাছ হেলাল
মাথা একটু আউলা আমার না আপনার ঠিক বুঝতে পারছি না।
এ মন্তব্যটি তো মনে হয় ‘এখানে ওখানে সেখানে’ লেখার, বাবুই এর কথা যেহেতু বলতেছেন!!
ধন্যবাদ, এখন ই রোজা কঠিন হয়ে যাচ্ছে, যা গরমি এবারে!!
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
আসলেইতো!
মন্তব্য অদলবদল দেখাচ্ছে কেন!!
ছাইরাছ হেলাল
ব্যাপার-না, রোজায় ধরছে!!
ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
জীবন যেন একটা গ্রাফিতির অবয়ব ধারণ করেছে। জীবনের স্থায়িত্ব নেই, গ্রাফিতিরও নেই। কে কখন খসে পড়বে আমরা কেউই জানিনা।
গ্রাফিতি রয়ে যায় সবার মনে। আর আমাদের সবার দেখা হবে ওপারের তপ্ত মাঠে।
ভালো থাকুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
মনের ভেতরে-বাইরে আসলেই আমার কঠিন সময় পার করছি।
তপ্ত মাঠ কেন!! ঝর্ণা আর নহর পরিবেষ্টিত থাকবে তো।
ভাল থাকুন। ধন্যবাদ।