গোল চোখের পরীরা

ছাইরাছ হেলাল ৮ আগস্ট ২০২১, রবিবার, ০৮:৪৭:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

মেঘেদের আড়াল থেকে উঁকি দিতে দিতে নেমে এলো
এক ঝাঁক পরী, ছ’হাজার ডানার ফেরারি পাখিতে সওয়ার হয়ে;
গোল গোল চোখ মেখে, দুরন্ত-চূড়ান্ত হাসি-খুশি, প্রণয় কাতর,
বিবসনা রজনীগন্ধার ফুলে ফুলে, মেঘেস্তুপে কাঁচা মোনালিসা যেন;

দিনান্তের লুকিয়ে রাখা কুতকুতে গোলাপ হাতে উন্মুখ লক্ষ লক্ষ হাত
(লাইভ ভিউ প্রায় ৩৭ মিলিয়ন, লাইক ১.৮ মিলিয়ন, ১৪৮ হাজার শেয়ার)!
এঁটো গলিতে নিষ্ফলের হাহাকার!! কী জানি কী হয়!!
পায়রা উত্তল ছফেদ ডানায় আবাহনে, উতলা সবাই বাঁকে-ঝাঁকে,
অগ্নি-নির্বাপণ যখন ব্যাথা কাতর, কাণ্ডজ্ঞানহীন মূঢ় শুধুই নিষ্ফল শ্রমে,
রক্তাক্ত আহাজারি জাহাজ-ডুবির মত; ওড়াউড়ি প্রেত চিৎকারে!!

ওদিকে এখন জমাট নীরবতা!
পরারা (পরীর পুংলিঙ্গ) এখন তলোয়ার লুকিয়ে খুব-ই গোপনে
প্রাণ ভয়ে ফ্যালফ্যালে কাষ্ঠ হাসি হাসে, কাঁকর পথে হেঁটে হেঁটে!
কখন আবার মরণ-ডাক আসে!

একটু সাহসী হয়ে পরীদের চোখে চোখ রেখে
দাঁত কিড়মিড় করে (এই চাঞ্চে) জিজ্ঞেস করতে ইচ্ছে করে
এত্ত দিন ‘কুথায়’ ছিলে?

সমুদ্র সেঁচা মুক্তো হাসি মুখে নিয়ে ধ্বনি-গমগম কত স্মৃতি কত গান
ছলকে-বলকে ক্ষণে ক্ষণে, গুনি রঙ নিবিড় কেশরাজি,
মায়াবির দীঘল তনু নিয়ে, লুকোবে আবার ঐ মেঘেদের দেশে,
জলের উপর হেঁটে হেঁটে;

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ