গোলাপনামা

আরজু মুক্তা ১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৭:৪১:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

গোলাপ:১
তপতী দাঁড়িয়ে আছে পার্কে জিসানের জন্য গোলাপ হাতে। অথচ জিসান আজ চাইনিজে বসেছে নীরার সাথে।

গোলাপ:২
প্রিয় কবির প্রস্থানে তৌহিদ এসেছে গোলাপ হাতে শেষ শ্রদ্ধা জানাতে।

গোলাপ:৩
এখানে ফুল ছিঁড়া নিষেধ। তাইতো সাবিনা উড়ে আসা একটা গোলাপের পাপড়ির আশায় বসে আছে, বইয়ের ফাঁকে রাখবে বলে।

গোলাপ :৪
ইন্জা, আজ তার বৌয়ের জন্য লাল গোলাপ এনেছে। ম্যারেজ ডে তাই।

গোলাপ: ৫

এক তোড়া গোলাপ নিয়ে সাত বছরের আমিনা সিগন্যালে গাড়ি থেমে গেলেই ; জানালার কাছে এসে কাতর আবেদন জানাচ্ছে, "আংকেল নেন, খুব সস্তা। বিশ টাকা মাত্র! " আমার বোনটার তিনদিন থেকে জ্বর। একটু ওষুধ কিনবো।

গোলাপ :৬

চৌধুরী সাহেবের মেয়ের বিয়েতে অতিথিদের গোলাপের পাপড়ি বিছানো পথ দিয়ে, শহরের নামীদামী ব্যক্তিরা উপহার দিচ্ছে হীরার আংটি।

গোলাপ :৭

শত শত রঙিন গোলাপকে নিঙড়ে, পিষে, তাদের নির্যাস থেকে তৈরি হয় সুগন্ধি।  বাবু বিবিদের মনোরন্জনের জন্য।

গোলাপ :৮

আমি প্রতিদিন ফুলদানিতে গোলাপ রাখি, তুমি আসবে বলে।

গোলাপ :৯

একজন বীর সাহসী মুক্তিযোদ্ধার জন্য একশ গোলাপ আনা হয়েছে; মালা বানানোর জন্য।

গোলাপ :১০

ডিসেম্বর মাসের সব গোলাপ ফুটেছে, হাজারও মুক্তিযোদ্ধাদের জন্য। যাঁরা আত্মোৎসর্গ করেছিলো এই প্রিয় দেশটার জন্য।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ