গোপালের রামলীলা

প্রদীপ চক্রবর্তী ১৯ জুন ২০২০, শুক্রবার, ১১:৩৮:০৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

আয় মদন খেলবি মাঠে,
নগেন যায় বল নিয়ে।

মধুরাম বাঁশি বাজায়,
নিধুরাম গরু চরায়।
বোকারাম ধোকা দেয়,
পেঁচারাম বিটে যায় কুম্ভরামের মাথায়।

উইপোকা কাপড় কাটে,
ছারপোকা ট্রেন চড়ে।

পটলরাম মাছ কিনে,
ভিতুরাম পিছুটানে।
পেটমোটা গোপালবেটা,
বাড়ি নিয়ে যায় ইলিশ মাছের কাটা।

ভেপুরামের সুন্দরি বউ তার,
হেসে হেসে কাটায় সুখের সংসার।
প্যাঁচালরাম জিলাপি বানায়,
বউয়ের সাথে প্যাঁচ করে দিন কাটায়।

কাকডাকে কোকিল ডাকে,
মাছিরাম ভাজিধরে।

ব্যঙবেটা ছাতি খুঁজে,
কানুরাম মোচ মুছে।
আদুরাম দাদুরাম নাতি তাদের জয়রাম,
সারাদিন ঘুরাফেরা করে নেই তার কাজকাম।

ভূতুরাম,দুদুরাম খায় আর ঘুমায়
অনু,বিনু মাছমারে দুদুরামের পাড়ায়।
পদ্মলোচন চুরি করে,
কানাইরাম মাছ ধরে।

যদুরাম পড়ে গেল মহারাজার ফাঁদে,
কদুরামের পা দুখানি গজুরামের কাঁধে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ