
গোছাপরা মুখে মাঝে মাঝে
পবিত্র শব্দের এলার্জি ধরে;
পশ্চিমা গোলাপের ঘ্রাণ বুঝে না
প্রতিবাদির কৃষ্ণচূড়া মিছিল
রাস্তার মোড়ে মোড়ে রাঙিয়ে যায়
সেটাও বুঝে না- ঈশ্বরের ভয় নেই-
কি করে থাকবে তারা তো গোছাপরা প্রাণী;
আমাদের বিচার আছে কি দরকার?
পাপের দুর্গন্ধ সুবাস কাউকে ছাড়বে না-
একদিন অনলে ভ্রষ্ট হবে গোছাপরা মন।
২৮ জ্যৈষ্ঠ ১৪২৯ ১১ জুন’২২
১০টি মন্তব্য
হালিমা আক্তার
পাপের দুর্গন্ধ সুবাস কাউকে ছাড়বে না। চমৎকার লেখা। কোন অপরাধের ই মাফ হবে না, শাস্তির জন্য অপেক্ষা করতে হবে, শুধু আগে আর পরে।কিন্তু গোছাপরা অর্থ বুঝতে পারলাম না।
ব্লগ সঞ্চালক
সোনেলা নীতিমালা ২০ অনুযায়ী অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত লেখা ব্লগে দেওয়া নিষেধ। আপনাকে সতর্ক করা হল। অবশ্যই নীতিমালা পড়ে নিবেন।
আলমগীর সরকার লিটন
আসলে দুঃখজনক
আমার প্রথম পোষ্ট এখানে তারপর অন্যপ্ল্যাটফর্মে
এত করাকরি নিয়ম থাকলে সমস্যা——–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর বলেছেন কবি দা!
নাজমুল আহসান
গোছাপরা জিনিসটা কী?
বন্যা লিপি
গোছাপরা কী? এটা বিশেষণিক শব্দ হলে, অন্তত পাঠকদের শব্দ সম্পর্কে জানতে হবে তো!
‘ পাপের দুর্গন্ধ -সুবাস’…. দুর্গন্ধ সুবাস হয় কখন?
প্রথমে গোছাপরা মুখ! শেষ লাইনে এসে সেটা হয়ে গেলো আবার গোছাপরা মন’ এখন গোছাপরা যদি উপমায়িত শব্দ হয়, তাহলে মুখ আর মনের তারতম্যের ব্যাপারটাও আমার কাছে ভজঘট লাগতেছে।
১০ লাইনের আপনার কবিতায়, প্রতি লাইনে হোঁচট খেতে হলো,,, পুরো কবিতার মর্মার্থ অনুধাবন করতে।
ভাবার্থ ই যদি ধরতে না পারি,,,, ভাবের আবেগ নিয়ে মন্তব্য করা সম্ভব হয় না।
অনুগ্রহ করে বিষয়টা বুঝিয়ে দেবেন কি?
নাজমুল আহসান
আসলে সোনেলায় দুই-চারজন অনুবাদক আর বিশ্লেষক লাগবে। ইদানীং নানান রকমের পোস্ট দেখি। কেউ দেখি “গভীর তাৎপর্যপূর্ণ” অশ্লীল লেখা দিচ্ছেন, কেউ আবার এমন শব্দ ব্যবহার করছেন যেটা এই অধমের মাথায় ঢোকে না।
কই যামু!
বন্যা লিপি
হা হা হা হা…. পিচ্চি স্যার, আপনার কোথাও যাবার উপায় নাই। অনুবাদক বা বিশ্লেষক যাই বলেন না কেন, নিয়োগ দেবার কথা ভাবা যেতেই পারে। ” গভীর তাৎপর্যপূর্ণ ” পোষ্ট আমি স্বভয়ে সাইড কাইট্যা, গা বাঁচাইয়া এড়াইয় গেছি এত্তদিন। আল্লাহ্ রহম করছে অবশেষে সমাপ্তি ঘটেছে গভীর তাৎপর্য মূলক অত্যাচার। অমেকদিন হাত- আঙ্গুল নিশপিশ করছে ওইখানে দুই কথা ঝাইরা দেয়ার,,,, তাইলে দেখা যাইত সীতাকুন্ডের পারঅক্সাইড বিস্ফোরন ট্রান্সফার হইয়া সোনেলায় স্থানান্তর হইত। সার্বিক দিক চিন্তা কইরা আমি সুবোধ বালিকার খাতায় দস্তখত দিয়া চুপচাপ ঘাপটি মাইরা বইসা অপেক্ষায় আছিলাম। অবশপষে হাঁফ ছেড়ে দম ফেললাম😊😊
বন্যা লিপি
# একছের টাইপিং মিসটেক ভুল বানান। মাফ কইরা ঠিকঠাক পইড়া নিয়েন।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা ভাই।।।