তুমি জানো না রমণী তোমার গুল্ম একটা কালসাপ
বিচ্ছুরিত বন্যার পলির মতো উর্বর সোনালি আহ্বান
জনপদে জ্যোৎস্নার মতো স্পষ্ট অথচ থাকো নীরব
সমান্তরাল কাব্যির জ্যোতির সমধারায় প্রবাহমান
আলোকে কুর্নিশ করো শতাব্দীর মৌনতার ধ্যানে
বৃক্ষ যেমন ভ্রমর খোঁজে ফুল-ফাগুনের নিমন্ত্রণে
তরল মুদ্রার মতো তুমি কাছে টানো অমোঘ টানে
পথ ভুলে পথিক পথ হারায় তুমি থাকো নিয়ন্ত্রেণে
সুরা আর বিষের বিষদাহে তুমি জ্বালাও অনলজল
তোমার সুধা যে করিনি পান তার জন্মই যে বিফল।।
Thumbnails managed by ThumbPress
৪টি মন্তব্য
মৌনতা রিতু
নারীই ধরনীর কর্তী। সভ্যতার সৃষ্টিই নারী।
মৌন থেকে নারী করে গেছে দান। নারী নিয়ন্ত্রনে থাকে। নিয়ন্ত্রন করে না পথিকের পথ চলাকে।
অথচ নারীই হয় নিয়ন্ত্রিত।
ভাল কবিতা।
শুভকামনা রইল।
কেসি মিলান
অনেক ভাল লেগেছে। আরও লিখুন। এই ভাল লেখার জন্য অনেক ধন্যবাদ …
নীলাঞ্জনা নীলা
বহুদিন পর লেখা দিলেন।
এলেনও তো অনেকদিন পর। কেমন আছেন?
লেখায় ভালো লাগা।
ইঞ্জা
অনবদ্য