গুচ্ছানুভূতি //৩

বন্যা লিপি ২৮ আগস্ট ২০২০, শুক্রবার, ০৪:৪৫:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

গুচ্ছানুভূতি//

ঠিকানা খুঁজি-

অনেকদিন হলো আকাশের ঠিকানা খুঁজে পাইনা আর।

প্রহরী হয়ে গেছি পাখায়

দিয়ে ভর।

সাদা মেঘের গভীর থেকে কেড়ে নিতে চাই অঝর বৃষ্টি!

২-

একলা কাক-

নীলের চাদরে চিরে চ্যাপ্টা একটা দুপুর ঠাঁয় ঝুলে আছে কারেন্টের তারে।

একটা নিঃসঙ্গতার প্রতীক

খুঁড়ে যাচ্ছে সময়ের গর্ভ।

৩-

বৃক্ষের ছায়া-

দূরবর্তী চাঁদের ছায়ায় রেখেছি গোপন অজস্র কথপকথনের বৈচী!

বৃক্ষের শরীর আচড়ে

কুড়িয়ে নিয়েছি জোছনার

হাসি।

৪-

চাঁদ-

 

গরবিনী পণ করে হয়েছে অহংকারী!

ধরাছোঁয়ার নাগালের ওপারে রেখেছে নিজেকে বন্দী......

৫-

হারানো বসন্ত-

যেখানে বসন্ত বিদায় নেবার পথ খুঁজে হয়রান!

মৃত শরীরের আদ্যোপান্ত ভেদ করে ফুটে ওঠে হলুদ গাঁদা......

 

 

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ