গুচ্ছানুভূতি //২

বন্যা লিপি ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০১:১৭:৪১পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

১:

বলেছিলে, একটা কিছু লিখো আমার জন্য!

একটা আকাশ চেয়েছিলাম বলে -দন্ডিত অপরাধী হয়েছি সেই কবেই!

এখন আমি আকাশ দেখি খালি চোখে।

পাখি হতে চেয়েছিলাম বলে, খসে পরা পালক গুণি তেপান্তরের ধারে।

বৃষ্টি চাইলাম বলে, চোখে ধরিয়ে দিলো বারোমাসি শ্রাবণ।

কি লিখবো আমি আর?

চড়ুই দেখি রোজ, ঘর বানিয়ে দিলাম বলে, আমায় ছেড়ে পালিয়ে গেলো!

২:

আমিও কইতে জানি এমন অনেক কথা

তবু না বলেই ফিরে চলে যাই:

আমিও বুঝতে পারি পোড়া মাটির জ্বলন;

চোখ ফিরিয়ে গল্প পড়ি।

যেখানে জ্বলে বোবা জোনাকির শেষ আলোটুকুর টিমটিমে নীলচে আলো!

আমি তার আলোয় পথ চিনে চলতে জানি!

আমিও বোবা হয়ে চোখখুলে ঘুমাতে শিখেছি

যে ঘুমে স্বপ্নদের মরতে দেখি।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ