গিরগিটিয়া

নবকুমার দাস ২০ মে ২০২১, বৃহস্পতিবার, ১২:০৪:০৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

|| গিরগিটিয়া ||

নবকুমার দাস

এ শুধু মুখোশের লগন – বর্ণচোরা আমের প্রহর ,
সঙ্গী অজস্র ফন্দি ফিকির,ফকিরি ফায়দা লোটার…
নানান বর্ণ ও ধাঁচের আলখাল্লা,সুযোগের অপব্যবহার
নৌটঙ্কি নেপোজীবন বেঁচে থাকে, সাক্ষী গ্রাম শহর।

প্রলাপের প্রহর এখন, শতসহস্র প্রতিশ্রুতি প্রজ্ঞাপন দিনভর
এ পল অঙ্ক-কষার ,মায়াজালে পতঙ্গ জীবন -জড়িয়ে পড়ার ।।

৪১৫জন ৩৪২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ