|| গিরগিটিয়া ||
নবকুমার দাস
এ শুধু মুখোশের লগন – বর্ণচোরা আমের প্রহর ,
সঙ্গী অজস্র ফন্দি ফিকির,ফকিরি ফায়দা লোটার…
নানান বর্ণ ও ধাঁচের আলখাল্লা,সুযোগের অপব্যবহার
নৌটঙ্কি নেপোজীবন বেঁচে থাকে, সাক্ষী গ্রাম শহর।
প্রলাপের প্রহর এখন, শতসহস্র প্রতিশ্রুতি প্রজ্ঞাপন দিনভর
এ পল অঙ্ক-কষার ,মায়াজালে পতঙ্গ জীবন -জড়িয়ে পড়ার ।।
৮টি মন্তব্য
আরজু মুক্তা
খোলস। মুখোশ ধারী দের অবস্থান সবখানে। রং পাল্টিয়ে চলে।
নবকুমার দাস
ধন্যবাদ দিদিভাই|
রোকসানা খন্দকার রুকু
মুখোশধারীদের একদিন মুখোশ উম্মোচন হবেই।
ধন্যবাদ ও শুভকামনা রইলো
নবকুমার দাস
ঠিক কথা। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই।
হালিমা আক্তার
মুখোশধারীরা যতই মুখোশ পরে থাকুক তাদের খোলস একদিন খসে পড়বেই। শুভকামনা।
নবকুমার দাস
একদম তাইই। ধন্যবাদ দিদিভাই।
উর্বশী
আমাদের চারিপাশে এসবের ই তো আনাগোনা বেশী।তাদের নিয়েই পথ চলতে হয় কখনো বাধ্য হয়ে।একদিন তো আসল চেহারায় ধিরা পড়তেই হবে। চরম বাস্তবতার উপখ্যান।
নবকুমার দাস
হুম দিদিভাই । সমঝোতার একটা সীমারেখা থাকা দরকার। এইরকম বর্ণচোরা মানুষেরা বড় বিপজ্জনক।