বৃষ্টি হলে চট্টগ্রাম জলে ডুব্বে তা গা সওয়া হয়ে গেছে।

বৃষ্টি হলে সালামের  ফ্লাইওভারেও পানি জমবে গাড়ি দূর্ঘটনায় পড়বে তা গা সওয়া হয়ে গেছে।

রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজটে মানুষের শ্রমঘন্টা নষ্ট হবে তা গা সওয়া হয়ে গেছে।

ভি আই পি আর বড় বড় কর্তাদের গাড়ি উল্টো পথে চালবে তা গা সওয়া হয়ে গেছে।

বেপরোয়া গতির যানবাহন মানুষকে পিষ্ট করে হত্যা করবে তা গা সওয়া হয়ে গেছে।

সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইন না মানার অশুভ প্রতিযোগিতা চলছে তা গা সওয়া হয়ে গেছে।

দিন রাত চব্বিশ ঘণ্টা মশার কামড় খেতে হবে তা সওয়া হয়ে গেছে।

বর্ষা এলে ডেংগুর প্রকোপ বাড়বে মানুষ আক্রান্ত হবে কিছু মরবে তা গা সওয়া হয়ে গেছে।

মশার ঔষধের নামে অকার্যকর ঔষধ ছিটানো হবে তা গা সওয়া হয়ে গেছে।

প্রশাসনের অনুমতি ছাড়া চোখের সামনে পাহাড় কাটা চলবে তা গা সওয়া হয়ে গেছে।

সবুজ প্রকৃতি বন বাদাড় প্রকাশ্যে উজাড় হয়ে যায় তা গা সওয়া হয়ে গেছে।

নদী দখল দূষণ হবে মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী জলজ্যান্ত মেরে ফেলা হচ্ছে তা গা সওয়া হয়ে গেছে।

কিছু দূর্ণীতিপরায়ন ভূমিদস্যু টাকার জোরে দানবীর সেজেছে তা গা সওয়া হয়ে গেছে।

কতিপয় মানুষ আম জনতাকে জিম্মি করে মজুদদারী করে টাকার পাহাড় গড়ছে তা গা সওয়া হয়ে গেছে।

আমাদের জীবন যুদ্ধে জীবিকার কাছে আমরা পরাজিত হয়ে গেছি তা গা সওয়া হয়ে গেছে।

বেচে থাকার লড়াই সংগ্রামে মানুষ নিজেকে নিয়েই খুব ব্যস্ত হয়ে গেছে তাই সবকিছুই গা সওয়া হয়ে গেছে।

দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ আজ রণ-ক্লান্ত শ্রান্ত  তাই গা সওয়া ছাড়া মানুষের আর কোনো গত্যন্তর নেই।

 

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ