গাড়ি দূর্ঘটনা ও মজার কাহিনি

পপি তালুকদার ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ১২:০৮:৩৫পূর্বাহ্ন স্মৃতিকথা ২০ মন্তব্য

জীবনে চলার পথে মাঝে মাঝে এমন কিছু অভিজ্ঞতা লাভ করি যা কখনো হাসায় কখনো স্তব্ধ করে দেয়।

এমন কিছু অভিজ্ঞতা হয়তো সবার জীবনে কম- বেশি ঘটে থাকে।তেমনই একটি অভিজ্ঞতা যদিও এখন সেটা মজার তখন ছিল লোমহর্ষক ঘটনা।

 

প্রতিদিনের মতো কলেজ থেকে বাসায় আসার জন্য কলেজ গেটের সামনে আমি ও আমার দু'জন বন্ধু দাড়িয়ে ছিলাম।

প্রতিদিন যেভাবে তাড়া থাকে সেই দিন তেমন তাড়া ছিল না।

যদিও মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। অপেক্ষার প্রথমে যে গাড়িটি আসলো সেটা না উঠে পরবর্তী গাড়ির জন্য পাশে চলে গেলাম।

যথারীতি  পরের গাড়ি আসলো আমার তিনজন উঠে পরলাম।গাড়িতে যাত্রী তেমন ছিলনা।তবে অনেকগুলো দুধভর্তি  কলসি তোলার জন্য  মাঝখানের  পথে যাত্রী দাড়ানো অবস্থা ছিলনা৷ আমার তিনজন পিছনের দিকে সিটে গিয়ে বসলাম।গাড়ির পিছনের দিকে দরজাটা ছিলনা তাই যাত্রী যা উঠার সামনের দিক দিয়ে উঠতেছে।

বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমার নিজেদের মধ্যে কথা বলছি। গাড়িও স্বাভাবিক গতিতে চলছে।কিছু দূর যেতেনা যেতে বিপত্তি ঘটলো। গাড়ি একটা ব্রিজের উপরে উঠার জন্য চেষ্টা করছে কিন্তু কিছুতেই গাড়ি চলছে না। হঠাৎ বিষয় টা আমাদের নজরে এলো। ডাইভার বারংবার চেষ্টা করেই যাচ্ছে।যাই হোক আমরা আবার আমাদের কথা মনোযোগ দেই।এমন সময় গাড়ি থেকে নেমে এক মহিলা উন্মাদের দৌড়াছে আর চিৎকার করছে গাড়িতে আগুন লাগছে।তার দৌড় আর চিৎকারে সবাই নড়েচড়ে উঠলো।

আমরা তাকিয়ে দেখি সামনের দিকে ধোঁয়া, এরি মধ্যে যাত্রী যে যার মতো সামনের দিকে ছুটছে, কেউ কেউ জানালা দিয়ে লাফ দিচ্ছে!  আমি হতবাক কি করবো!  কলসির কারনে সামনে যেতে পারছিনা।আমার বান্ধবী সে জানালা দিয়ে লাফ দিবে তাই জানালার কাছে গেল, আমাকেও বললো চল জানালা দিয়ে লাফ দেই।আমি তখনও নির্বাক ভঙ্গিতে সিট ধরে দাড়িয়ে আছি।কি করবো!  এতো অল্প সময়ে ঘটনা ঘটছে যে বুদ্ধি কাজ করছেনা।  সমস্ত শরীর কাঁপছে।এমন সময় আমাদের বন্ধু বলল,দাড়া দেখি কি ঘটছে।এতোক্ষণে অনেক যাত্রীর নামা শেষ।

যাইহোক আমরা সামনে দিকে আসলাম। হেল্পার বলল কিছু হয়নি। গাড়ি বারবার স্টার্ড দেয়ার কারনে ধোঁয়া হয়েছে।আর ঐ মহিলা আগুন মনে করে নেমে গেছে।

হেল্পার তো মহিলাকে আচ্ছা মতো গালাগালি করতেছে।আমরাও দু- চারটা কথা বলি। তারপর আমরাও অবশেষে নেমে পরি।

গাড়ি থেকে নেমে স্বাভাবিক হতে অনেকক্ষণ লাগে।

এখন স্মৃতিচরন করলে মজা পেলেও তখন ছিল ভয়াবহ মুহূর্ত।

স্মৃতি পাতায় রয়ে গেল জীবনের মজার কিন্তু ভয়াবহ বিপদের অভিজ্ঞতা।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ